কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১২০


ব্যথা     

 

আমার জানালা দিয়ে প্রতিদিন আকাশ

ঢুকে আসে আমার ঘরে। আমার পাশে

বসে বলে যায়... তার অট্টালিকাদের

অতিক্রমণের কথা... বলে যায় প্রতিনিয়ত

শৈশবের মৃত্যুর কথা! খেলার মাঠগুলোর

ক্রংক্রিটে রুপান্তরিত হওয়ার ব্যথার কথা।

 

শুধু আমি তার কষ্টের সাক্ষী...

আর কেউ নয়!

 

নারী

 

দয়া নয়। করুণা নয়। ভালোবাসা চাই।

অসম্মান নয়। সন্মান চাই।

যদি ভালোবাসতে না পারো দয়া,

করুণা করার অধিকারও নেই।

সন্মান করতে না পারো

অসম্মান করার অধিকার কীভাবে অর্জন করলে?  

 

সব অপমান মনে রেখো ঘুরে যাবে মুহূর্তের মধ্যে  

নিজের দিকে!

 

অন্তরে সমুদ্রের গর্জন। উপড়ে ফেললে দোষ দিও না,

সাবধান করিনি!

 

কাল

 

একমাত্র মৃত্যুই সত্য, বাকি সব মিথ্যা।


1 কমেন্টস্: