নদী
বিষয়ক
দু’এক
নিজের বলে
কোনো একদিন তুই
তো ফেরাতে পারিস নদী!
কোনো অসময়ে
ঘাড়ের কাছে লেপ্টে থাকা
চুলে আঙ্গুল ছুঁইয়ে দিলি ধর--
তার সপ্তক ইঙ্গিতবাহী হলো!
এ সকল গল্পকথন অতি,
তবু কোনো একদিন--
আপস জীবন পরিপাটি
সাজাতে গিয়ে ভয়ানক
ক্লান্তিতে এলিয়ে পড়েছি আমি,
আর তখনই,
মুখ ফিরিয়েছে সেই নপুংসক শহর,
আমার খনিজ শব ঘিরে মাছি
কয়েকটি নৈতিক কথায় ভনভন!
নিজের বলে, ধর,
তুই তুলে আনলি
অতল থেকে
থৈ থৈ ক্লেদ থেকে
কোনো একদিন তুই
তো ফেরাতে পারিস নদী!
কোনো অসময়ে
ঘাড়ের কাছে লেপ্টে থাকা
চুলে আঙ্গুল ছুঁইয়ে দিলি ধর--
তার সপ্তক ইঙ্গিতবাহী হলো!
এ সকল গল্পকথন অতি,
তবু কোনো একদিন--
আপস জীবন পরিপাটি
সাজাতে গিয়ে ভয়ানক
ক্লান্তিতে এলিয়ে পড়েছি আমি,
আর তখনই,
মুখ ফিরিয়েছে সেই নপুংসক শহর,
আমার খনিজ শব ঘিরে মাছি
কয়েকটি নৈতিক কথায় ভনভন!
নিজের বলে, ধর,
তুই তুলে আনলি
অতল থেকে
থৈ থৈ ক্লেদ থেকে
শীত ঘুম ভেঙে!
এতদিনে জেনে গেছি
মধ্যপন্থা শ্রেয়।
সপ্রভ দৃষ্টিতে দুটি রঙ
গেঁথেছি স্বেচ্ছায়।
তবু কোনোদিন যদি
দুখানি রাণার পা
লুন্ঠন করে কলকাতার
ভেজা পথঘাট নদী
ছুটে যাব ঠিক।
মধ্যপন্থা শ্রেয়।
সপ্রভ দৃষ্টিতে দুটি রঙ
গেঁথেছি স্বেচ্ছায়।
তবু কোনোদিন যদি
দুখানি রাণার পা
লুন্ঠন করে কলকাতার
ভেজা পথঘাট নদী
ছুটে যাব ঠিক।
এখন শরীর নয়
এখন আগুন নয়
ক্লান্তির স্বেদটুকু
মরকত হয়ে জ্বলে ওঠে
জোয়ার ভাটায়।
এখনো বিষ ঢেউগুলি
তাবিজে বেঁধেছি আমি
নদী! কোনো একদিন
নিজের বলে এসে দাঁড়ালে,
মরচে জমা ছাদ ঘরটাও
ফিরিয়ে দেব তোকে।
এখন আগুন নয়
ক্লান্তির স্বেদটুকু
মরকত হয়ে জ্বলে ওঠে
জোয়ার ভাটায়।
এখনো বিষ ঢেউগুলি
তাবিজে বেঁধেছি আমি
নদী! কোনো একদিন
নিজের বলে এসে দাঁড়ালে,
মরচে জমা ছাদ ঘরটাও
ফিরিয়ে দেব তোকে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন