পানশালা
ভিনদেশের এক কানাগলিতে দাঁড়িয়ে আমি
পথচারির দিকে হাত বাড়িয়ে
একটি দুটি মুদ্রা হাতে পড়ে
জমিয়ে এবার ফিরব বাড়ি।
হাতের তালু আধেক হলেই
ফুরোয় তা পানশালাতে।
বাড়ি ফেরার সঞ্চয় আমার কবে হবে?
ক্ষত
ভিখিরি নয়, গতকালের স্বাস্থ্যবান মাচায় লতিয়ে ওঠা আনাজ
সময়ের ছোবলে ফুটপাতে বসে কাল বোরখায় কান্নাকে আড়াল করে।
আড়াল ভিজে যায়, সন্ধ্যা আরও ঘন হয়
তার কান্নায় পিছলে পড়ে ভাবি
আমাদের মানবিক ক্ষত কি করে আড়াল করি!
ভিনদেশের এক কানাগলিতে দাঁড়িয়ে আমি
পথচারির দিকে হাত বাড়িয়ে
একটি দুটি মুদ্রা হাতে পড়ে
জমিয়ে এবার ফিরব বাড়ি।
হাতের তালু আধেক হলেই
ফুরোয় তা পানশালাতে।
বাড়ি ফেরার সঞ্চয় আমার কবে হবে?
ভিখিরি নয়, গতকালের স্বাস্থ্যবান মাচায় লতিয়ে ওঠা আনাজ
সময়ের ছোবলে ফুটপাতে বসে কাল বোরখায় কান্নাকে আড়াল করে।
আড়াল ভিজে যায়, সন্ধ্যা আরও ঘন হয়
তার কান্নায় পিছলে পড়ে ভাবি
আমাদের মানবিক ক্ষত কি করে আড়াল করি!
সব ছেড়ে যায়
কারো জন্য মন উদাস হবার
দিনও একসময় ফুরিয়ে যায়
দেহজ টান মনের তরলতা
বয়স পেছনে ফেলে আসে।
পেছনে ফেলে আসা ধুলি আর
অস্থিরতার দিনগুলো
সবই নিছক নান্দনিক হয়ে উঠছে
যেন কোনো কিছুই আর আমার নয়।
অনেকদিন কারো শরীর আমার
শরীরকে অবাধ্য হতে বলে না
মাতাল হয়ে শিথিল হবো তাতেও
আলসেমি।
তোমার শরীর তোমাকে ছেড়ে যাচ্ছে কৃষ্ণা খোদা।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন