প্রতিবেশী
সাহিত্য
মনিকা ভেলাসকেস গুসমানের কবিতা
(অনুবাদ : জয়া চৌধুরী)
কবি পরিচিতি
১৯৭২ সালে বলিভিয়ায় জন্ম এই
কবির। উনিভেরসিদাদ দে মাইয়োর দে সান আন্দ্রেস থেকে ব্যাচেলর অফ আর্টস পাশ করে
কোলেখিও দে মেক্সিকোতে লাতিন আমেরিকার সাহিত্যে ডক্টরেট ডিগ্রী লাভ। বর্তমানে তিনি
উনিভেরসিদাদ দে মাইয়োর দে সান আন্দ্রেস ও উনিভেরসিদাদ কাতোলিকা বলিভিয়ানাতে
শিক্ষকতা করেন। ১৯৯৫ সালে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ত্রেস নোম্ব্রেস
পারা উন লুগার’ বা ‘এক জায়গার তিনটি নাম’, ১৯৯৮ সালে ‘ফ্রোন্তেরাস দে দোবলে ফিলো’ বা ‘দুই ধারওয়ালা সীমানা’, ২০০৪ সালে ‘এল ভিয়েন্তো কে দোবলেগা এন লোস নাউফ্রাগিওস’ বা ‘যে ঝড় যে বেঁকিয়ে দেয়
জাহাজডুবি’। ‘ওরদেনার লা দান্সা’ বা ‘নৃত্যকে শৃঙ্খলিত করা’ নামে বিশ শতকের
বলিভিয়ার কবিদের সংকলনে তিনি সঙ্কলক হিসাবে কাজ করেছেন। বহু প্রবন্ধ নিবন্ধের
লেখকও তিনি।
দুঃখ ঝেড়ে ফেলার সাতটি পথ
Siete Conjuros
contra l atristeza
(১)
তুমি এখন সবচেয়ে কম দর হাঁকিয়ে নিলামকারীকে তোমার শরীর
বিক্রি করতে পারো
ব্যক্তিগতভাবে তদারকও যাতে তোমার চাদরে ঢেকে যায় ওরা
আর তুমি মুখ ফেরাও, চিৎকার করো, কাৎরাও গোটা রাত জুড়ে
অসংখ্য তলপেটের সামনে নির্দয় ভাবে খোলা রেখে আমার ওপর
ভার দেওয়া যাতে যতক্ষণ না তুমি ওকে অনুনয় বিনয় কর
ত্বক বেয়ে তোমার চলে যাওয়া ওরা যারা চাবুক দীর্ঘায়িত করে,
যারা দ্রুত পৌঁছয়
যাদের ভয় আছে
যারা পালিয়ে যায়
তুমি পূরণ করতে পারো ভেনেসীয় স্বর্ণমুদ্রা আর কোণের ক্লিভেজ
তোমাকে ছদ্মবেশ পরানো; একটা অতৃপ্ত জিভ, এক জোড়া জাপটে ধরা
হাত
আঙুলের কোনো একগুঁয়ে ধৈর্য তোমার স্নায়ুর ওপর
তোমার খিদে ভরা প্রতিটি অন্ত্র উপচোনো তরল
তোমাকে পাঠাতে পারে তাকে যে তোমায় তৃপ্ত করে
তারপর, হয়তো, সবচেয়ে ভেদকারী ভয় চলেও যেতে পারে।
(২)
এই এক্ষুনি তুমি ভোজের উৎসবে মিশে যেতে পারতে,
বিন্দু বিন্দুতে, লজেন্স তোমার ঠোঁট গোলাপি করে রাঙাতে
রাঙাতে
উত্তপ্ত হতে হতে তোমার বীভৎস মিষ্টি গলা শীতল করতে করতে
ধীরে, জ্বালার চোখের জলের দিকে সামান্য অভিমুখী কোনো তীব্রতা
ধনিয়া আর দারচিনির সমতা
ইতোমধ্যে ওরা তার সময় নেয় চেরিগুলো মাংসকে মিষ্টি করে তোলে
তোমার হিম ঢেকে দেয় শীতের সাবান
সেই ফাঁকে লেটুস পাতার শীতলতা ও উন্মোচিত বাতাবি ফল...
জিভের বক্রতার জন্য লিটার খানেক কমলার রস
টার্কির মেডেল আর সুদূরের খেজুর
স্তূপ করা সয়াবিন, মুচমুচে মোড়কওয়ালা আপেল
টুপিতে ঢাকা পড়া খিদে
-আরো লোভী বলে চাইবে
স্রেফ তোমাকে চাইবার জন্য সব পরিমাণ যাবে গুণিতকে
সবার চেয়ে বেশি শরীর ঢেকে রাখা পর্যন্ত, ঘর, পৃথিবী
আরো রাত, আরো আরও অঙ্গুরীয় আর সব সময়ের চেয়ে অধিক,
তারপর হয়তো, শূন্যতা চলে যাবে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন