কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

সৌমনা দাশগুপ্ত




ছলনার নদী

কু থেকে কুহুলী
ডাক থেকে ডাকঘর
মতিচ্ছন্ন ছন্নমতি
ছলনানদীতে ডাকা বান
বানভাসি
বিস্তারে চর লেখা হল
ভুল অক্ষর
তন্দ্রা নামের এই মৃদুস্বরে
আজনবী ধুলো
আটকে পড়েছে
স্বর ও বৃত্ত
ডাক থেকে ডাকে
ডেকে বসে ঢেউ
সমুদ্র নেবে না
তারপর দরজা লিখে 
স্বপ্নটি ঘুমায়     


https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
গেরস্তি

নুন হলুদের হিসেব
জাবদা খাতার থেকে টুকে ফেলা
টুকিটাকি খেলা, পান থেকে চুন
অব্দি ভার্মিলিয়ানের এই ঢল
ঢাল সামলাতে এই হাত
ফুসফুস ছিল না
বারুদের নিঃশ্বাস 
বাদামি শিখেছি 
বাদামের খোসা
একটু মাংসরং
খুঁটে তোলা বসবাস 
ইজেলে টাঙানো যাচ্ছে না
কাটা হাত
হাত কাটা
ও জামার বিভঙ্গ
নাকি বিহঙ্গ উড়ে এল
পাখি নাকি উড়ছে আবার


পারদের স্বর

তন্দুরে রাত
রোদের মুখোশ
খুলে নেমে যাই
সিঁড়ি ছিল 
মিছিমিছি 
হাওয়া দিল
জোনাকি উড়িয়ে
খুব হাওয়া ছিল
তাপের ভেতর 
পারদের স্বর
ছলনায় লেখা
কত অক্ষর 
মিছিমিছি
শব্দের লোফালুফি 
হাওয়া এল
তুমিও উড়েছ
খুব সাবধানে 
বাতাসে চুবিয়ে
দিলে এই হাত
স্বরধ্বনি 
সপাটে এড়ালে
চোর চোর খেলা
মাটি আছে ছিল
কিছু এখনও
রয়ে গেছে তার
স্বাদ এই জলে
ফসিলের ভাঁজে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন