কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১ জুলাই, ২০১৮

তানজিন তামান্না




ক্যুরিয়ার সিরিজের কবিতা


বিস্মৃতি


প্রেরক                    প্রাপক

বৃষ্টির ফোঁটা       প্রকৃত সারস

কৃষ্ণচূড়ার অবসর পুড়ে গেলে ঘুম প্রকৃত সারস হয়ে উড়ে যায়…  
পাবলোর কাছে শিখেছে সকাল বাঁচার কৌশল

চুমুকের অভ্যাসে কাপটাও হয়ে যাচ্ছে হাঁটার সঙ্গী। ছিন্ন ছিন্ন মনের টুকরোরা জড়ো হলে বৃষ্টির ফোঁটায় এসো হে সারস বিস্মৃতির ডানায়…….                                                                                                                               

গুটিগুটি পা


প্রেরক                        প্রাপক

সন্ধ্যা মা           কাজলের টিপ

চোখের সামনে ফিরেছে বিগত আশঙ্কা। ফেলে আসা দিন যার একপাশে অচেনা আর একপাশে চেনা পথে হাঁটছেন আপনি। অচেনা পথে চলতে থাকলে পৌঁছানো যায় গুটিগুটি পায়ের কাছে। সন্ধ্যা সেখানে রেখে আসে… স্মৃতি

আজ রাতের নীরবতা পালনে চেনা পথে নতুন সকাল যদি নামে
একখানা কাজলের টিপ ফিরে কি পাবে খেলার মাঠ? একটি স্মৃতি আপনাকে কোলে করে ফুটেছিলো করজোড়ে সন্ধ্যার 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন