কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১ জুলাই, ২০১৮

শর্মিষ্ঠা ঘোষ




সঞ্জীবনী


একচুলও কম দিচ্ছি ভয়ে সকাল বিকেল ঝালিয়ে নিচ্ছি গোপন ইতিবৃত্ত
চাপ! বড় চাপে থাকি
তোমাকে তোমার মত ভালবাসার জেনুইন চাহিদায়!
এই দ্যাখো রক্তিম চোখ রাতজাগা তোমাকেই চাই এই দ্যাখো ভর দুপুর অসময়েও
এই দ্যাখো অগণিত ভুল থরে থরে পাপ
নিখাদ নিটোল আত্মঘাত মহামারী আমার
আপাতত নির্জন অন্তরীপে কিছুটা আমাদের হেঁটে যাওয়া থাক
মন চাওয়া যতদূর
ভীতির ম্যানিফেস্টো গোল্লায় পাঠিয়ে
টাপুর টুপুর সেইসব পাওয়া সঞ্জীবনী রীতিমতো



হয়ত


অনেকবারই এমন হয়েছে
দুঃখটিকে কাজল পরিয়ে গুছিয়ে লিখতে বসেছি
তুমি বেজে উঠেছ
স্নান সেরে উঠে আর আঁচড়ও কাটা হয় নি
আগে বহুবার এমন হয়েছে
বহু দুঃখ হারিয়ে গেছে লিখে ফেলার আগেই
তাই বুঝেই হয়ত ইদানীং উঁকি দিচ্ছ কম কম
তাই বুঝেই হয়ত নিরিবিলি দিয়ে গেছ দুঃখকে



বড় হয়ে গেলে


কখনোই এক হতে নেই বল!
কী ভীষণ জেদ আর ইগো
মাটি থেকে কুটি রং থেকে মোতি
এক হতে নেই এক হতে নেই
কিছুতেই যেন এক হতে নেই কিছু
বড় হয়ে গেলে ঋজু হয়ে ওঠে মানুষ
বড় হয়ে গেলে পরখ করা সারা
বড় হলে সব সুলুক সন্ধান জানা
বড় হয়ে গেলে আর মেলানো হয় না রং



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন