কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

০২ স্বপন রায়

রিয়া আবার-৫
স্বপন রায়



আর বাইকে নীহার পড়ে মাচার কন্ঠি টিয়া সেও পড়ে
ভোর উলটে যায়
পড়াকে সরাকে ধরাকে দেখা যায় মাঠে উক্ত ওড়ে ব্যাখ্যা ওড়ে
সার সার বাইক
মনে হলো উড়বে এক্ষুনি বিলম্বতামায় যে রোদ এখনি তো গীয়ারে লাঘব ষাট 


এখনি তো সবাঁক ভ্রুতল আসবে চেক চেকনাকায় ডুবজীন্স নীহার কা মতলব...

বাইক আছে গিডি গিডি বসন্তে কেনা আমারও

তাই মেঘ আসে ভাসা ভাষা মেঘের ওদিকে আমি যে কি ফেলে এসেছিলাম
সামান্য ভেজা


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন