নিছক আবারও—৯
ফেলে এসে মনে পড়া
মনে পড়া ফেলে আসা
তোমায় সেলাম সেলাম
মনে রেখে ফেলে আসা
ফেলে আসা গো
তোমায় ফিরিয়ে দিলাম
ফিরে আসার আশা ফিরে ফিরে
আসে, আসে না
ফিরে যাওয়ার আশা ফিরে
কার জন্য আশা কার জন্য
একটু হলেও
নিরাশার আসা না-আসা, জানি না।
ফেলে আসি খুব
খুব মনে পড়ে
রেখে আসি কিছু
মনে পড়ে, পড়েও না
ফিরে আসি, ফিরে ফিরে আসি
তুমি হয়ত জানো, হয়তো জানোও না...।
নিছক আবারও—১০
তোমার সঘনে আমার গহন
ডুবিয়ে দিলাম
অন্ধকার...
অন্ধকার
দিলাম ডুবিয়ে
গহন আমার সঘনে তোমার
এভাবেই আমি প্রথম বন্ধনীর মধ্যে থাকে যাই
তখন রাত,
রাতের
মতো
কিছু সাপ,
কিছু পাপ
যেন
রাতের
ভেতর রাখা
দ্বিতীয় বন্ধনীও এভাবেই মাঝরাতে একলা শুয়ে
এত আলো
কেন
শেষ
যামে
শেষ
যামে
কেন আলো
এত
তৃতীয় তথা শেষ বন্ধনীর জন্য কোনো আক্ষেপই যথেষ্ট নয়
আমাকে পেলেও পাওয়া যেতে পারে তোমার গহীনে...
নিছক আবারও—১১
সেদিনের দু-বেলা মহুয়া চাটাই-এ শুয়েছিল আমার ভেতরে
বাইরে সলাজ শ্রাবণের
ঘাম
আমাকে শোয়ালো ঠিক তোমারই পাশে
তোমার ভেতরে শুয়ে
শুধু এপাশ-ওপাশ
ডানার কাঁপন সহ ঝিঁঝিঁ
আমার সিটির চেয়ে তীক্ষ্ণতর
মোহ গুঞ্জায়িস তাপে
বীর্য গলে যাওয়া
আগল
পান আর পাত সবাক পতন
আমি কি চেনা ছক থেকে
চিত্রনাট্য সরিয়ে এনেছি
তোমার এলেমে
নিছক তোমার গয়নাপত্র
সব আমাকে পরিয়ে দিতে এসেছিলে...।
First ta to thil ache umada,bakigulo specially third ta khub gorbor,ektu milie milie Porte hochhe,jai hok kobita to kobitai er jonyo amra kato Ki na more thaki.!! Bojha jachhe kintu,
উত্তরমুছুনতৃতীয় কবিতা টা ঠিক মত প্লেসমেন্ট হয়নি। লাইন ভেঙে ভেঙে গেছে। কী কারনে তা জানিনা। পাঠক সহায় হোন।
উত্তরমুছুন