কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

ফারাহ সাঈদ

বেতফল


দরজা ফেরত একটি ঘুম
সারাদিন ক্যাফেতে
ফিনফিনে চায়ের কাপে
এক হেমন্ত পাপ
কিউব ডুবিয়ে লিকার
তাদের কোরাস

ওরা গুছিয়ে নিচ্ছে ঝুলবারান্দা
একটি নিশ্চিত ভুল
আধময়লা চাদরের ভাঁজে
সোহাগী বেতফল



পোস্টমর্টেম


ওরা খুব যত্ন করে
তোমার হৃৎপিন্ডে
কাঁটাচামচ বসিয়ে দিচ্ছে

যেন সকালের নাস্তায় তরমুজ
ফোঁটা ফোঁটা আলপনা
এ্যপ্রোনে রক্তের দাগ
অথচ লাল তোমাকে মানায় না

রাস্তা ওপারে আমি
আইল্যান্ডে বৃষ্টি হচ্ছিল

মনিটরে আমি দেখতে পেয়েছিলাম
আমাদের বিরামচিহৃ, বিচ্ছেদগাঁথা

তখন মেডিনোভায়
রকমারি সেলাই হচ্ছিল তোমার

হাত-পা-নখ উপড়ে ফেলে
নতুন কাঠের নিঁখুত খোদাই
ওরা শিস বাজাচ্ছে অবিরাম    
ওরা শিস বাজাচ্ছে নির্মম

তোমার বার্নিশ করা নাভি

একটি ফ্রেমে বাঁধাই করে রাখব ভাবছি!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন