কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

বারীন ঘোষাল

বর্ফানি বাবা

বরফের মনে বরফ পড়ছে
তখন সাদা কালোর যুগ
পোড়া মন
এসব কথার কথায় খুব রোমাঞ্চ হবে যা ক্যামেরা পারেনি
    ং
         ং
কত কাল ধরে নির্জন মানুষের কানে উদ্বাস্তু গুঞ্জন
তাদের গুম্ফা
তাদের বর্ফানি বাবা


যেদিন তোমাতে আমাতে আলোতমা আলতামাশা আলতামিরা আলকায়দা খেলা চলছিল
আর তোমাকে বলছিলাম বনসবুজের তৃণ নয়
মধুকুপি ঘাস আমাকে দেখিও সোনা


কাচ ভেঙ্গে যাবার পরেও গেলাসের জলে নামছিল একটা দানারং-এর সবুজ


পরিচ্ছদে কলম গোঁজা আর কোটরে চোখ

বন্যা আর অবন্যার দেশে এরকম দখল নিচ্ছো ওগো ধোঁয়াময়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন