কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

০৬) সুবীর সরকার


 
সম্পর্ক

নাম ও সম্পর্ক ভিজিয়ে
শহরময় কা কা
কথায় সুর ছিল
খুঁটিতে হেলান দিয়ে
বাড়ি টাড়ির কথা


ইতিহাস

ইতিহাসেরও ইতিহাস থাকে
মিছিলকে শোকার্ত হতে দাও
শব্দে সাজাতে পারলে ভালো হতো
ঘাড়টা হেলাতে গিয়ে
হাঁটুর ওপর থুতনি
হাঁটুর ওপর হাত।


খসড়া


এই এত এত ধানখেতের ভিতর
কোথাও কি তুমি আছ! হাসিমুখে
কথা বলো। নির্জনতা তাড়াও
মুখাগ্নির জন্য পাটকাঠি
খসড়া চূড়ান্ত হতে দেরি
টুপি ক্রমে
উঁচু ও বিস্তারিত





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন