কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

তাহিতি ফারজানা

বিবর্তন

নেশাতুর আক্ষেপের মাঝবরাবর
দাঁড়িয়ে আছে ক্ষুধা।
ভিড় ঠেলে ঠেলে
প্রদোষ ঠেলে ঠেলে
এগোই,
স্পর্শের অতীত বলে
অতিক্রম করা যায় না

ছিটকনি আটকাতে ভুলে যায় সময় বৈদ্যুতিক!

সৃষ্টি বা ধ্বংসের ভোজসভায়
আছে ইতিহাস।

রাজনীতিক চালে পরিবর্ধিত হতে হতে
মরচের ভেতর এক টুকরো বেঁচে থাকা।


ভাষাতঙ্ক

জোরালো একটা ভাষা সৃষ্টি করে
তোমার ঋজু পিঠ।
কালোরাতে সেই আহ্বানে
সমুদ্রে নিমজ্জিত জাহাজেরা
হয়ে উঠে পারাপারমুখর।
বিয়োগচিহ্নের মতো দূরত্ব
সক্রোধে গ্রাস করতে এলে
নিকটতম ভাষাই বাঁচিয়ে দেয় বারবার।

অথচ অপলক ভয়
আজকাল ঘনিষ্ঠ খুব।

ভাষারা ভীষণ দ্রবণীয়

ভাষাহীনতা শ্রুতিমধুর হয়ে উঠছে ক্রমেই।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন