কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৪০


সময়কে সময়ে ডোবানো

 

(১)

 

অভিশাপের গুমোট খুবলে সুযোগ বাড়ায় গলনাঙ্ক

হাওয়ার-রূপোলি মায়ার বৃক্ষকে সাজায় বণিক

 

(২)

 

তেঁতো হলেও নিমফুলের নৌকো

ষোড়শী বৃক্ষের তুলতুলে

হাসির তির্যক টাটকা খদ্দেরের মুচমুচে

 

(৩)

 

ব্রহ্মের পাথর

স্তব্ধ জলের ঘড়িকে মঞ্চে তুলছে লাচার

যমের মেঘে নবীন অবতরণ কাচের

 

(৪)

 

কাঁটাফোটানো অস্ত্রের জামরঙে গভীর গানের শিকড়

 

আরও তিনটি টুকরো কবিতা

 

(১)

 

মশগুল বরফে কে কার প্রসব

বরং সঙ্গমে লীন হই

 

(২)

 

জলকে যতটা শিশিরকেও

পরতের ডানা নির্ভেজাল জীর্ণ

সুতোকাটা চরকা

মনযোগ আঁকতে ভুলছে চোখের

 

(৩)

 

স্তনের লণ্ঠনে মাখাচাঁদ

অন্ধ মায়ার মাধুরি

প্রদীপের রতিজলে ভাসছে আকাশ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


1 কমেন্টস্:

  1. আদিত্য প্রত্যূষ১৬ নভেম্বর, ২০২৪ এ ১১:১৯ PM

    অসাধারণ, নতুন ধ্যান-ধারণা নিয়ে লেখা কবিতাগুচ্ছ পড়ানোর জন্য ধন্যবাদ কালিমাটি

    উত্তরমুছুন