ভালোবাসা
পা এগোলেও হাত নূব্জ্য
অথবা বিপরীত মুদ্রা
দুজনের ভালোর মধ্যে বাসা হয়ে থাকে
খড়কুটো, সামান্য শিউলি
পৃথিবীতে মাঝে মাঝে শরত না এলেও তারা ফোটে
দেখা, না-দেখা
ইচ্ছে করে পাশ কাটিয়ে যায় যাওয়া চোখ
নিজেও জানে তবুও
বন্ধ হয়ে থাকা মানে অন্ধ থাকা নয়
একটা খিদের কাছে যে ঋণ
তা থেকে ঘষে ঘষে সমস্ত রঙ তুলে নিলে
কৃষ্ণগহ্বরের মধ্যে শুধু তেতো হাওয়া
নৌকো ভাসতে ভাসতে কতদূর অবধি
অবকাশহীন ঢেউকেই ছুঁতে চেয়েছিল আসলে
খুব ভাল। এত অল্পে আশ মিটল না।
উত্তরমুছুন