কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

ঝিলম ত্রিবেদী

ছোবল

জড়োয়ার রেকাবি হাতে ছুটে আসছে বদল
তবু তুমি হাহুতাশ করছ সুমতি?
সকলের সব ব্যথা
বেদুইন তাঁবু
বন্যার হবে সদগতি।
তবু কেন অসহায় ভাবছ নিজেকে?
শিক্ষিত আকাশ থেকে মেধাবী জ্যোৎস্না
সব কিছু পড়বে ক্ষীণ পায়ে...
পায়ে জোর পাও না মাইনতন্ত্র দেখে!
এ কেমন বুদ্ধিহীন-
তোমার শিশুরা সব খাবার পাবেই পাবে পাতে
এ সাহস পাচ্ছ না?

স্বপ্নের চাঁদোয়া
পিছে খঞ্জরের আপ্লুত আদল-
তাই বুঝি তোমার দু’চোখ জুড়ে
সাপের নিলাজবাদী ছোবল!


তুই

তুই আসলে আস্ত নদী আমি
পালংশাকে বড়ি পড়বে আজ
চুলের সিঁথি বাঁদিকমুখো হবে
তুই আসবি দারুণ আহ্লাদ!

কটুকথার পুরাণ তুলে রাখি
হাতের তারে শ্যাওলা মন মেলি
টাটকা পাতে পোস্তবাটা মেখে
এত্ত বড় কখন হয়ে গেলি!

শুকনো ঠোঁট শুকনো মুখ আহা
দুপুরবেলা একলা খাস বুঝি
একপদের দুঃখ চেখে নিয়ে
মাছের ঝোলে তোর কান্না খুঁজি...

‘একলা থাকি, একলা ঘরে পাখি
গোটা ঘরের খাঁচায় আসে জোঁক
ঘরের পথে হাঁটার পথ নেই
সময় এঁটো ক’রে দিয়েছে শোক!’





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন