সমুদ্র ২৪
তোমার মাটিতেই বইতে থাকি গো সমুদ্র
তোমার জলে ক্ষেত হই থকথকে
বাইতে থাকি ধান পরমান্ন
দোঁয়াশদুধের যৌবন
ও সমুদ্র
তোমার গোঁড়ায় তেল জল প্রতিদিন
পাথর ঘষে ঘষে সিঁদুরের কলোনি
ও সমুদ্র
তোমার শাঁখাপলার সন্ধে
রাত বাড়লেই ডাকাতি করব
তোমার শঙ্খধ্বনি
সমুদ্র ২৫
যত ভয় পাই তত তুমি দুর্দান্ত
মনে মনে অভিশাপ দিই
উচ্ছ্বাস তোমার মরে যাক
জল আর জলের সাফল্য
যাক শুকিয়ে
তীব্র বিবাহের পর
ঝরে যাবে ভয়
দু’দণ্ড বিশ্রাম নেবে
সিদ্ধ পুরুষের প্রপাত
সমুদ্র ২৬
সমুদ্রযাত্রায় মুছে গেছে দুষ্টুবালক
অনন্ত বিধবায়
হারিয়ে গেছে মাসি তার
সূর্য সরে গেছে
অস্তরোদের বারকোশে
Bah ... onekdin por tomar lekha porlam. Bhalo laglo.
উত্তরমুছুনBah ... onekdin por tomar lekha porlam. Bhalo laglo.
উত্তরমুছুনBah ... onekdin por tomar lekha porlam. Bhalo laglo.
উত্তরমুছুন