কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

নীলাব্জ চক্রবর্তী

নোটিশ


ছাঁটাই নোটিশ ঝুলিয়ে
ফিরে যাচ্ছে কালো গাড়ির আয়না
একটা ধোঁয়ার কথা ভাবছি
আর ঝুঁকে আসা রুটি
আরও একটু শক্ত হয়ে উঠছে
ওঠার ভান করছে
অ্যাতো ক্রিয়াপদ নিয়ে
যখন বৃষ্টি পড়ছে
ক্রেন গার্ডারের ওপর
পিছল ওয়াকওয়ের ওপর...



দূর


ঘুরে গোল হওয়া একটা ছায়ার ভেতর
তুমি পড়ে আছে
আমাকে চেনে না
এই পোজ দেওয়া
ক্রমে ফিকে হয়ে আসা এই ঘর
ঘোর শব্দটার রবারে
কত ইন্দ্রিয় ঘষা রোজ
আর নিজের ছায়ায় পা আটকে
ওজনযন্ত্রের দিকে চলে যাচ্ছে
কখন ঐ ছায়া
পড়ে যাবে জানালার কাচ গলে
গাছের ছাপ

আমার আয়নার ভেতর...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন