কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

থম্ থম্ করছে মাঠ : ১টি পুনরাধুনিক কবিতা


কিছু সিমেন্ট। কিছু বালি
কিছু ময়ূরপালক
সম্পূর্ণ। ভাঙা মানুষ
আমি
সমুদ্র মাথায় তুলে
আমার কাছে আসছ
তোমার কোমরে
থম্ থম্ করছে মাঠ



2 কমেন্টস্: