কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

শুক্রবার, ১ জুন, ২০১৮

নীলাব্জ চক্রবর্তী




সমুদ্রে


৩০/০৩/১৮

আবেগের ভেতর
এক বাই দুই
ছোট ছোট দৃশ্যের ভেতর ভেতর
থেমে থাকা
কার ভাঙা ভাঙা
স্মৃতি বদলে নিতে
হাতে নতুন হয়েছে দেখি
স্ত্রী-বালি
লোনা
একটি প্রাচীন স্ট্রাকচারাল রাত...

৩১/০৩/১৮

ধ্বনির পাথর
তার ওম নামের এক ঋতু
চলাচল
ভাষার ছায়া পড়ছে
ভাষাই
আছড়ে পড়া হরফগুলো
সাদাকালো
আর
ভেজা...

০১/০৪/১৮

বিশ্বাস
পাথর
নির্মাণ
নিবিষ্ট
অথচ তারও আগে
কাঠের অস্পষ্ট ধারণা ভেসে এসেছিলো
এই বোধ
নয় নয় করে
যে দশক ট্রিগার করছে
একটা মুখ দুটো মুখ চারটে মুখ
চারটে জানলা দুটো জানলা একটা জানলা
হারিয়ে ফেলছি...

০২/০৪/১৮

মাংসের ভেতর মাংস
ফ্ল্যাশব্যাক
ধাক্কা মারছে
আর
ধাক্কা ফিরিয়ে দিচ্ছে
ব্রেকফাস্ট টেবিলে
সেলফি নিতে নিতে
আপনি দেখছেন
আপনার ওষুধের পাতাটা
কবিতার বইয়ের ওপরে উঠে যাচ্ছে
বিভ্রান্ত হতে হতে
টেবিলটাকে খিস্তি করছেন
বিড়বিড় করে নিজেকে বলছেন
‘এসবই যখন তখন বুকাওস্কি পড়ার ফল’...

০৩/০৪/১৮

ফেনা শুনতে শুনতে
ঢালু একটা দিন
আমাকে ট্যুরিস্ট বলো এবার
ঝাউয়ের বাক্সে রাখা ব্যর্থ শব্দগুলো
আর লঘু সংখ্যারা
ইতস্ততঃ সমুদ্রতীরে উড়ছে
ট্যান করা চামড়া দেখে
আমাকে ট্যুরিস্ট বলো
ঠোঁট আঁকতে আঁকতে সারাদিন...

2 কমেন্টস্:

  1. রতনে রতন চেনে ট‍্যুরিস্ট চেনে ট‍্যুরিস্টকে। নয় নয় করে যে দশক ট্রিগার করছে ---- এই অংশটার ব‍্যাপ্তি অনেক।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ দেবযানীদি... এইটুকুর জন্যই... আর কী...

      মুছুন