কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

শনিবার, ৩ মার্চ, ২০১৮

বিপ্লব গঙ্গোপাধ্যায়




ধ্রুপদী প্রস্তাবনা


কোথাও ভয় লুকিয়ে রাখছি
আর জাগরুকতা থেকে তুলে আনছি  নির্ভিক প্রতিশ্রুতি
পাতা উড়িয়ে চলে যাচ্ছে নির্জন সহবাস

ধ্বংসাবশেষ থেকে
ইতিহাসের পাশাপাশি ধ্রুপদী প্রস্তাবনা  খুলে দিচ্ছে মর্মরিত ক্ষত

বিহ্বল স্নানজলে পচাগন্ধ ধুয়ে মুছে
ব্যক্তিগত নার্সিসাস হেসে ওঠে বিনম্র প্রস্তাবে


আত্মপরিসীমা


চারপাশে এ আমির আলিঙ্গন
টপকে যেতে গিয়ে বারবার  ফিরে আসে ব্যক্তিগত জ্বর
স্বপ্ন ধার দাও তুমি, সরোবর,
বলে হাত পাতি যে তুমুল জলের বিভ্রমে
সেও কোনো আমি  
উগরে দেয় আমার মতন কোনো প্রতিবিম্ব  
অবিকল আমার মায়াবী ক্লোন

চৌকাঠে  লক্ষ্মণের বারণরেখা অতিক্রমহীন  


প্রেম ও পতাকা


মৌনতার প্রতিধ্বনি ফিরে আসে 
এই স্তব বারবার শুনতে পায়
নিজের ভেতরে থাকা  জমাট মগ্নতা

ভালোবাসা তার কোনো শাখা নেই ইস্তেহার নেই  

বিকীরণ লেগে থাকে কোথাও দেয়ালে
পতাকার গায়ে এক শূন্যতার ভাষা
কাতরতা থেকে এই শূন্যের সরণি
কেবল অপেক্ষা করে

নৈঃশব্দ্যের প্রতিধ্বনি আলোড়িত করে





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন