কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / চতুর্থ সংখ্যা / ১২৪

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

মানিক সাহা

ঘুম আসছে না

রাতের নিঃশ্বাস থেকে আঁশ বেছে রাখি
গানম্যান টেনে টেনে
বাঘ আঁকছেন
   ছায়ায় বাঁধা তার রঙিন উত্তরীয়...
গল্পের জলকে জল বলা যায়নি সেদিন -
আরক্ত কণা
    ছড়িয়ে পড়েছে আমাদের মলিন দোতারায়...  
কত রাত কেটে গেছে অনাদরে
হরিণীর লাফ দেখে দেখে
        এখন আর আমাদের ঘুম আসছে না



নদীর ছবি

তুমি অপার্থিব কথা বল
শুধু তুমি নয়, এখন তো
       মৃত্যুও এখানে এসে দুদন্ড কান্না করে যায়

যেমন তেমন করে তুমি একটি নদী আঁকলে, আর
নদীর প্রেমিক এসে তোমার দেয়ালঘড়ির সোনা
আছড়ে ভেঙে দিল...

এসব দেখে তুমি হেসে উঠলে
জীবনকাল জুড়ে
একটিমাত্র প্রাচীন আলোর সেতু
তার গোপন বর্ণমালা মেলে দিল



রাণীর প্রেম

অনেক দূরের কোনো নগর থেকে 
বেরিয়ে আসা ছায়া
তোমার গল্পে এসে দীর্ঘ হয় 
কান্তেশ্বরের রাজধানী,
পাশে তার কাজলিকুড়া দীঘি
সুরঙ্গ ছুঁয়ে তার যাতায়াত

তুমি চেয়েছ বলেই না তার এত আয়োজন
পুষ্পভারে উড্ডীন পরমার্থ কাঁচুলি
আর প্রদীপের ওম চিনে চিনে প্রেমময়
পরকীয়া, অনন্ত মৃত্যু-সম্ভোগ


অগোচরে

তুমি আকাশের দিকে তাকালে আর
মেঘ নেমে এসে
তোমার ঠোঁটের লালিমা ছুঁয়ে দিল...

সামান্য এক পাহাড়ী ঝর্ণা এসে
তোমাকে ডেকে নিয়ে গেলে,
আমি সোনালী অরণ্য নিয়ে
সময়ের টুকরোগুলো কুড়িয়ে রাখি
                   তোমারই অপেক্ষায়...

জানি, তুমি এসবের কিছুই জানো না



প্লাবন

আমি নদীর জলে ভেসে যেতে ভালোবাসি-
মাথার ওপর যে আকাশ ছিল
তার চকচকে তারা আমার বুকের ওপর, ঠোঁটের ওপর...

তুমি অন্য কারো সাথে চলে যাও
যে আছে সে তোমাকে নদীর কাছে নিয়ে যাবে না
তুমি যখন তার কথা ভাবো,
সে ভাবে অন্য কারো কথা

নদী তো মানুষ নয়
সে আমাকে ভেসে যেতে দেবে



ভোর

প্রতি রাতে
আসন্ন ভোরের কথা ভেবে ঘুমোতে যাই
আর রাত আমার চুলের সব
জটিলতা মুছে দিতে থাকে

জেগে ওঠার আগে
আমি স্বপ্নে জড়িয়ে যাই
নদীর স্বপ্ন, নারীর স্বপ্ন এবং মায়াময় মৃত্যুর স্বপ্ন...



8 কমেন্টস্:

  1. খুব ভালো লাগলো।কবিকে শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  2. বাহ! মানিক ভালো লাগ্লো বেশ।আরো পড়বার আগ্রহ রইল।

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ তমালদা, ওয়াহিদা হোসেন ... আপনাদের ভালো লাগা জানানোর জন্য।

    আমার সব পাঠক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।!
    মানিক।

    উত্তরমুছুন
  4. ভাল লিখেছিস মানিক। অনেকদিন পরে তোর গুচ্ছ কবিতা পড়লাম।

    উত্তরমুছুন
  5. ভাল লিখেছিস মানিক। অনেকদিন পরে তোর গুচ্ছ কবিতা পড়লাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপ্লুত হলাম বারীনদা। ভালো থেকো।
      মানিক।

      মুছুন
  6. বাঃ ...বেশ লেখা... আরও পড়ার আগ্রহ বেড়ে গেলো।। শুভেচ্ছা ।।

    উত্তরমুছুন