নিউজপেপার
আবু সাঈদ ওবায়দুল্লাহ
লজ্জাস্থানে বসে পড়ো।
খুনি মাছিরা দূর থেকে এগুলো দেখছে-
তারপিন মাখানো মুখ, হাড়ের ক্যালসিয়াম
আকস্মিক জিন-দুর্ঘটনা
তার স্বাস্থ্যবান
অতীত- সন্ধ্যার বাদামি রেস্তোরাঁর দিল
দিলরুবার ওড়নার ফাঁক দিয়ে
এসব আসামিছায়া!
কায়দা করে
লাল এই গ্রাফাইট ফ্লোরে কোনো এক বাঘ এসে
জঙ্গল জ্যু জ্যু খেলছে। যারা
শুয়ে আছে
তাদের ঝিম মুখের ম্যাপ ধরে শ্রেণীপ্রপাতের
অ্যানাটমি।
অন্ধ হলে না হয় এই মমিপড়া নিহতব্যবস্থা
থেকে দূরে থাকতাম আর
আস্তে আস্তে চোখের উইঢিবি
আর বুকের জলবীচ ঘোড়ার রেস, এসব শূন্যমায়া
নিয়ে
সরে পড়তাম। আজ
ভুলে যাওয়া সরাইখানা থেকে উঠে এসেছি
কত দালান ধ্বসে পড়লে আমার ভাষায় শেকল পরবে?
জলবীচ -- শব্দটা দারুণ ব্যবহার করেছো। কোথায় পেলে, কী করে পেলে ?
উত্তরমুছুন