মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দেবাশিস মল্লিক

 

কবিতার কালিমাটি ১৫০


তিনটি কবিতা

 

(এক)

 

ফুল ফুটতে ফুটতে শেষে ফুটলো না

আর তার পাগলামি বেড়ে গেল!

বৃষ্টিপতনকে তখন হাসি বলতে শিখল

উপত্যকা জুড়ে রোদ ঝলমলালে

পায়ে বাঁধল ঘুঙুর

গ্লানি থেকে বাঁচতে

একান্ত নির্জন সত্যে নিল আশ্রয়

কুঁকড়ে ছোট হয়ে যেতে যেতে ফিরতে চাইল অতীতে

ফিরবো বললেই যেহেতু ফেরা হয় না

তাই বিষাদ ক্রমেই ঘন হয়ে এল

 

(দুই)

 

ফোটা টগরের মত মেঘভাঙা হাসি

মুহূর্তে ধুলো হল আরো দুটো গ্রাম

কিছুই যায় না বলা প্রকৃতির খেয়াল

এ সময়ে সমুদ্রই ভালো, চলো ঘুরে আসি

বিয়ারের সাথে ভাজা পমফ্রেট, গোল্ডেন প্রন

তাছাড়া দিঘা গেলে উপরি জগন্নাথ

আহা! রাগ ভোলো, তিনি আমাদেরই... আমরা তেনার


(তিন)

 

পোষা বেড়ালের আত্মাভিমান খেয়াল করেছেন?

কুকুর তার মালিকের অভিরুচি মত নিজেকে পাল্টায়

বেড়াল, মালিককেই পাল্টে ফ্যালে নিজের অনুকূলে

তাই বেড়াল পুষলে মানুষ ক্রমেই আদুরে বেড়াল হয়ে ওঠে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন