মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সন্দীপন গুপ্ত

 

কবিতার কালিমাটি ১৫০


মিল অমিল

 

দর কষাকষি চলে, চলে অবহেলা

চুলের বিনুনি হয় না ঠিকমত,

বিশাল একটা দেশ, ছোট্ট হৃদয় জেলা

বোঝে না তারাও জড়িয়ে ওতপ্রোত

 

ভুল ভাঙে না সহজে, জমে মিথ্যার স্তূপ

ছেড়ে যেতে বলা তবুও কী কঠিন,

মুখে বিড়বিড় করা, মানুষ আসলে চুপ

সবশেষে হিসাব রাখে অসময়ের ঋণ

 

নির্বিচারে কাটা পড়ে গাছ, নাকি গলা

মানুষ হলে রক্ত বেরোতো ঠিকই,

মতের অমিল হলে, বড্ড কঠিন চলা

যেন বন্ধ ঘরে বসে থাকা চামচিকি

 

উল্টোপথ

 

প্রাচীর যেখানে দুর্ভেদ্য

মানুষ বাঁচে না শোকে,

দিনের আলোয় কাঁদতে দেখা

যায়নি ক্ষত্রিয়কে

 

লড়াই হয় না চেতনায়

সেসব গ্যাছে ছুটি,

কালের নিয়মে পরাজয়ের

দেখে না ভ্রুকুটি

 

বিপদে পাশে দাঁড়ানোয়

মানবিকতা কোথায়,

অন্ধকারে ঢিল মারা চলে

প্রবল তৎপরতায়

 

মনুষ্যত্ব

 

মানুষ ব্রাত্য মানুষের কাছে

স্বার্থের কলরব,

তাই তো মনে বৃষ্টি হলেও

শুকোয় ফুলের টব

 

গল্প হয় না দুঃখের আজ

দেখনদারি রীতি,

বেরিয়ে পড়ছে সমাজের তাই

ভগ্ন পরিস্থিতি

 

হয়ত কোথাও হবে শেষ এর

চিত্ত উঠবে জেগে,

ঘুরে দাঁড়াবে মনুষ্যত্ব

আঘাতের ভাবাবেগে

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন