মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১৫০


মৃতের শহর – ১

 

ঘুমন্ত ডানা

কথাকলি ভোর

ঘুম ও শহর

দুপিঠে দুটো রঙ।

 

মাটির কাছে দাহ্য প্রেম

আর মায়ার কাছে

                  স্তব্ধ এক দিন

  একেকটা দিন

             রাত্রি অধিক।

 

ছবিটা ছবি নয়

অছবির তলে

শতাব্দীপ্রাচীন

এক বৃক্ষের দেশ।

 

আকাশ ছেড়ে

শেকড়ের কাছে

মেঘ ছেড়ে পরতে পরত

খুলতে খুলতে

এখন জন্ম

         এক জন্ম

        পারাপার লেগে

               শেকড়ফসিল

               এক মৃতের শহর…

 

মৃতের শহর – ২

 

উদ্বেগের শ্বাস

টেনে টেনে দক্ষিণের পার

হাওয়াকারি

      ঘুমের ভেতর

বিস্তীর্ণ

     নদীর গল্পে

আদিগন্ত

      স্বপ্নের দিকে

            রঙ আশ্বিন।

 

ফলে ফলে

উৎসবের পেতে রাখা ওৎ

ও শবের বার

       দুয়ারে একটা

    ভিজে ভিজে সকাল।

 

নিজের বলতে

এইটুকু যা

        গলা পর্যন্ত

আদরগুলো জমে থাকে

বাকি পাতায়

       পাথরের ফাঁক

আর ফাঁকে ফাঁকে

       নামতা লিখছে

                 মৃতের শহর…

 

মৃতের শহর – ৩

 

পড়ে যেতে যেতে

প্রায় ভগ্নাংশ ওড়া

বিকেলের রঙ লাগা।

 

লাগোয়া ফ্রেমে

ছায়ামৌসমের নাম

দীর্ঘ

মৃত্যু পর্যন্ত নিঝুম

বাজতেই

     শব্দগুলো

মিউট করছে কেউ।

 

রাস্তা যেখানে আর

শেষ নয় বলতে

এমন একটা

চোখের ব্যাসার্ধ

ভেঙে

ওড়নাটা মেলতেই

তুমি ঢেলে

বরফপালক

   চারকাহিনির

      রেশমিতে পড়ে।

 

পড়ে যাওয়া

বৃষ্টির গন্ধটা শুধু

       থেকে যায়

মিনে করা

       মৃতের শহরে…

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন