শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সাম্য ভট্টাচার্য

 

কবিতার কালিমাটি ১৩৮


জীবনে

 

জল আসে, আসে জ্বর লেখনীতে। আর কেউ নয় সে,-

তটের শব্দ, খেলাধুলা – হাওয়ার ব্ল্যাকভার্সে চাবুকের

স্বপ্ন। চলে যাবে সে আলোয়, নীল সহবাসে…

কোন কিছু নেই, তুমি অযথা স্বদেশ দেখালে…

শিশুর আকাশ যখন ঘুম শেষে চুপসে দেয়

অভিজ্ঞতা, স্তন…

 

মধ্যবর্তী স্তব্ধতা

 

নিঃশ্বাস-ঢেউ-এর শব্দ আছড়ে পড়েছে সময়ের

উপকূলে।

মধ্যবর্তী স্তব্ধতায় ভ্রমণ।

কথাসমুদ্রের পাশে খোলা জানালা।

আলোর রুধিরে মগ্ন ঘরে

ঘাতকের সাথে ভোজনে মত্ত থাকার সময়

তোমাকে নজরে রেখেছিল যে বৃদ্ধ নাবিক

তার মাতাল নিরুদ্দেশের পথে

আমাদের হাঁটতে দাও।

 

শরীর-জানলা খুলে

 

পিয়ানো বাজাচ্ছ অন্ধকারের।

 

বৃ্ষ্টিচিহ্নে পাখি

ঘুমায় একা একা।

 

সেই পাখির ঘুমবড়ি

গিলেছে লোভী সাপ।

 

পিয়ানো থামবে না?

 

বৃষ্টি?

 

শরীর-জানলা খুলে

ভিতরে এনেছি

খেলার মাঠে

নক্ষত্র-পাখিদের।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন