শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রঞ্জন মৈত্র

 

কবিতার কালিমাটি ১৩৭

অস্ট্রেলিয়ান ওপেন

 

ধরে রাখতেই হবে নিজের সার্ভিস

দমহরা টাই ব্রেক বিমূর্ত শেষ সেটে

থ্যাংকিউ থ্যাংকিউ শব্দে গ্যালারিতে নীরবতা লেখা

ঢেউ তোলা ছবি ও শব্দ সেট শেষে

দিনশেষে অ্যাম্বুলেন্স হয়ে ওঠা আকাশ

সদর পেরিয়ে ঢুকছে স্যালাইন নিতে

তারপর ক্লাবের সামনে বিশুকে শোয়ানো

স্তব্ধ দাঁড়িয়ে অ্যাশ বার্টি

কি ঝলকে এস সার্ভিস

কি সফেদ নেট

হলুদ কুসুম বল

বিশু চলে যাচ্ছে মুভমেন্ট ছাড়াই

অ্যাশ হাত নাড়তে নাড়তে বাতাসে মিলায়

তারপর কি সবুজ কি সবুজ সেন্টার কোর্ট

 

ফুলঝাড়ু

 

একবার সূর্য হলে তো দিন বললাম

একবার চাঁদ, তো ছাদে উঠে

ভেসে যাচ্ছে রাতের জন্মদাগ

জানলার কল্পনা এবং কল্পনাদের

চোখ মুখ লিটল পত্রিকা

স্টলের মাথা থেকে নেমে যাচ্ছ

পুস্তানি ও প্রিন্টার্স লাইন থেকে

রাত্রের যত নিশি সমার্থ ট্যুইংকল

থিম জুড়ে ভ্রমণপিয়াসু

রিম জুড়ে উত্তম অরুণ

ঠিক মাথার উপরে একবার

তো তালা খুললাম

ওঠো গো অক্ষরমালা

ওঠো ফেমাস নন্দিত ধুলো

পালকের ঝাড়ন দিয়ে দিন রাত এক করে দিই


1 টি মন্তব্য: