সোমবার, ১ জুলাই, ২০২৪

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১৩৬


জল আঙুলে তিন ফোঁটা

 

(১)

 

এখানে একটা

      শিরোনাম রাখি

                      বলো রাখি!

এখানে একটা

        বিশুদ্ধ ফাঁক

               না হয় ঢেকে

                     শব্দজোড়ে!

 

চোখের তালিম

             মিথ্যেপরাগ

প্রজাপতির দুঃখপাশা

গলিয়ে নিচ্ছে

         আমন পিয়াস

                     হলুদ বাটা।

 

রোশ রোশনাই

         জাবর কাটে

             জিভের টানে।

 

(২)

 

উহ্যগুলো আড়িপাতা

শঙ্খ দিলো

ত্রিশঙ্কুতে নিষিদ্ধ কেউ

নদী নদী গন্ধ পেরোয়

                  আলসে বেয়ে।

 

আর একঢাল বেঁকে যাওয়া

বসুন্ধরার সুগন্ধি চাঁদ

                   নিশিপ্রভ

এই দেখো না ছেঁড়াপালে

খাগের কলম

          খড় ও আদর।

 

গাঁ-উজাড়ি ধুন লেগেছে

তারায় তারায়

          ধুম লেগেছে

                       শ্মশানমুখি।

 

চিৎ-চাতালে সাদা পাথর

তাদের জন্যে

গরম দুধে

    পোষ মানাচ্ছি

              ভেজা আগুন…

 

(৩)

 

যারা ছবিতে শিস দেয়

তাদের গড়িয়ে

পাখির দিওয়ানা

তাদের দুহাত অন্তর

হেঁটে যাওয়া অন্ধকার

আরও একটু

    ঘন হয়ে

             জলের উগ্রে।

 

ওড়া যায় না এমন ত্রিতাল

       শূন্য বেয়ে

                   ছায়ার ওড়না

দেখছে পায়ের কাছে

           অসমতল জলবর্ষ!

 

নিবিড় ঘুঙুর যৌন করে

তার ফুফুৎকারও

       আলোচোখের

                      বোবাধ্বনি

 এই ঝরিয়ে ফেললো

                     উর্বরতা

কাঁটায় কাঁটায়

          তিন ফোঁটা তিল…

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন