বুধবার, ১৫ মার্চ, ২০২৩

উৎস রায়চৌধুরী

 

কবিতার কালিমাটি ১২৬


তলরহিত

 

মাফিয়া কান্ডে ধুন মেরে  

অলস লিখিত আহা

মিমিদের বাড়ি চলে গ্যাছে,  

গ্যাছে কান্ড, উপমা আরো কত কি!

বাহুল্যের মেঘে চুঁ ধরেছে তুলি

আঁতাতের নিভু কার্বনে  

আমি তাই খেলাপ

তা তা থৈ থৈ মেঘের গান

পাঁকে বাঁকের ঝিল্লির পরে

আমাদের মিমিক্রি খেলা

আঁচ ধরে পড়ে আছে

সেই যে আমরা কবেকার

মাগুর মাছের ঝোল

পিছল কথার পাতাময় মানুষ।

 

তুমি কি আলাপ?

 

কত কথায় মিহি মিহি

হল্প আর গল্প চিন চিন করে

বসনে আবাস করে চুমু

লাকি ডুয়েটের ফাঁকে

তুমি তুমিকে না চিনেই

আস্ত সমুদ্র সাজাও বুকে

যা কোনো কথার অটোবায়োগ্রাফি

যা কোনো না সওয়া বালির

ইকোসিস্টেম

তাতে পাকানো পাখির মেজাজ

আমার সাথে পলাশ করে দিল

আমি আজ পলাশ গড়া জীব

তাই নিয়ে প্রশ্ন করতেই

হাজার লিখে লেখামোরা

জুঁই ধরা জিইয়ে রাখা সার্কাস।

 

ললনায় 

 

চেখে শান্ডিল্য তুমি

হরিণের পাখনা নিও

নিও ঘোড়ায় জাগানো

দু:খের বাড়ি

যেখানে তুলোর কান্নায়

মহিমান্বিত কৃষক

ছাইয়ে ছাইয়ে সেতার বাজায়

তাতায় সাধুর মমত্ব, ছল ছল করা প্রাণ

ধ'য়ে সাধ লিখে তা য়ে তা য়ে ত হয়ে চুপ

মুমুক্ষা কি বোঝো

যদি না বোঝো অম্বলে কাহারবা বাজিও

ললনায় থ পাড়বে

হাজার প্রতিশ্রুত চোখের ম্যালামাইন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন