কবিতার কালিমাটি ১২৩ |
Eden
Flames
of Notre-Dame de Paris
(১)
Je
ne sais pas quelque chose je vais mon recontre
(আমি জানি না কী বর্ণনা করতে চলেছি নিজের কাছে)
Je
ne sais pas quell e´tait le temp,
(আমি জানি না সে কোন কাল)
Donc,
it was pas possible to understand or to know the time, quand
(তাই, সেই অতীত সময়কে বোঝা বা জানা অসম্ভব, যখন)
গোলাপি গোল জানলা জুড়ে
লেলিহান আগুন জ্বলছিল।
আমি ঈশ্বরের চোখ দেখেছি, কাশতে কাশতে,
মগ্ন হয়ে,
ঈশ্বর বলেছিলেন তার জ্বলজ্বলে চোখ নিয়ে,
ছেলেমেয়ে দুটি গভীর চুম্বনে মগ্ন,
তাই,
আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত, চুম্বন শেষ হলে আইসক্রিমওয়ালাকে দাম দেব।
আমি দিন রাত এক করে শুধু ঈশ্বরের কথা ভাবি।
ওই চোখ, জ্বলজ্বলে।
(২)
আমি অবাক হয়ে দেখি শরীর মোচড়াচ্ছে,
ঘাড় বেঁকে চিবুক আকাশের দিকে উড়ে যাচ্ছে,
আমি শরীর জুড়ে বুঝতে পারছি কখন
l’imparfait* বসবে
কোন বাক্য চলমান অতীত হয়ে উঠবে
শহর আর শরীরের বুকে ঘোরা
একটা হলুদ ট্যাক্সির মতো!
(৩)
Notre-dame
de Paris-র
গোলাপি কাঁচ জুড়ে লেলিহান শিখা!
আমার বাড়িতে তখন বিকেল,
গোলাপি?
হাওয়াবহুল?
জানি না।
ঈশ্বর তখন ওই কাঁচকে চশমায় আঠা দিয়ে লাগিয়েছেন,
ঈশ্বর কাঁদছেন
ঈশ্বর হাসছেন
ঈশ্বর বদ্ধ উন্মাদ হয়ে উঠেছেন!
মহাজাগতিক এই অদ্ভুত গালগল্পে
একটা ট্যাক্সির মধ্যে তুমি-আমি থাকব বলে,
কেবল সেই কারণেই
(অন্য কোনও কারণ থাকলে আমি জানি না)
শতাব্দী প্রাচীন জানলায় তুমি ভূত–ভবিষ্যৎ
ভুলে, অশরীরীর মতো দাঁড়িয়ে থাকলে।
এখন
বুঝতে পারছি,
ঈশ্বর এবং শয়তান যখন একসাথে ভাত খেতে বসেছিল,
আমাদের দেখা হয়েছিল।
And
he is the soul catcher of cities,
with
contradiction ,
She
started to understand that
And
then
30
th aug , 2021
(*ফরাসি
একটি tense (ইংরাজির past perfect tense-এর মতো)
Kept
secret
It
is very amusing.
We
are in the second week of our relation
First
week was honeymoon
Second
was hard
Full
of doubts
Full
of je ne sais quoi
আমার মাথা পচিয়ে উত্তম মদ্য তৈরি হয়েছে,
বৃষ্টি ধোয়া কাঁচ গড়িয়ে
Mood
light
এটা যদি movie theatre হত
Sequence
মিলিয়ে গান বাজত
,
Do
you want to see the ruins of Bashirhat ?
Yes!
yes!
I
am seeing those my love,
We
are the ruins!
We
are the rain in the ruins.
Or
the other way around
It’s
second week of our relationship,
ছায়াগুলো লম্বা হতে হতে গ্রাস করেছে আমাদের,
একসময় পাথুরে দেওয়ালের অজস্র বলিরেখা হয়ে দাঁড়াবো আমরা।
কোনদিন সেটা ছিল জলের আলপনা।
Second
week is hard,
That’s
how it goes,
May
be third gonna be
honeymoon
again
তারপর আবার কঠিন,
জটিল,
বিরক্তিকর!
কিংকর্তব্যবিমূঢ়ের মতো gallery ভর্তি
বাজারের ছবির মাঝে
আর বৃষ্টিতে
দেখছি একটা সাবেকি সংসার।
তৃতীয় সপ্তাহ (to be continued)।
8
th sept, 2021, 8.21 am
We
roam around into
Our
eden
যখন সন্ধে নামছিল…
9
th sept , 12.11 pm
It’s
third week of our relationship
ইডেনের বাগান থেকে একটা হলুদ
ট্যাক্সি চেপে সোজা একটা সংসারে প্রবেশ।
আমরা এখন ঘোরতর সংসারী।
হজমের ওষুধ,
বেশি সিগারেট খাস না।
কন্ডোম।
আমার প্রথম সংসার।
সাবেকী।
একে অপরের ঘ্রাণ নিঃশ্বাসে নিঃশ্বাসে বহমান,
মাঝরাতে কুকুরের অবিশ্রান্ত ডাক আর রেলগাড়ি
কিছুর শব্দ পাই না,
অথবা পাই।
এখন আমরা ঈশ্বর আর শয়তানের ষড়যন্ত্রের কেন্দ্রে।
এখন আমাদের চশমারা আমাদের দেখে।
ভাত বসাতে ভুলে যাই,
রান্নাগুলো পচতে থাকে,
চা আর চোখে আলো-ছায়া–আলো।
15
th sept , 9.34 am
We
had our eternity.
টেবিলের ওপর জড়ো করা আমার বৃষ্টির শাড়ি,
জলের বোতল, গোলাপ জলের শিশি, ঘড়ি, পদ্মপাতার বীজ,
হেডফোন, সুদল, কানখোচাবার তুলো, থিসিস, ছাতা, মাস্ক।
আজ
ইলিশ রেঁধেছিলুম।
জানলার
বাইরে অবিশ্রান্ত একটা গাছ দুপুর পোহাচ্ছে।
কোনোদিন
ওকে এত সুন্দর করে দেখিনি তো!
ওর
মুখের ঘ্রাণ এখনও আমার শ্বাসনালীতে,
এখনও
শরীরে শীৎকারের অস্পষ্ট গুঞ্জন।
একটার
পর একটা বাসের শব্দ,
পাখির
কিচ কিচ,
ফোনে
কোম্পানির ফোন।
কী
চাও তুমি?
সন্তান?
সাধপূরণ?
ভবিষ্যৎ?
উন্মাদনা?
-ঘুম।
15
th sept , 2.47 pm
বড়
ছাতায় শিরদাড়া টানটান করে লোকটা হেঁটে গেল,
Horizon
পর্যন্ত টা টা করতে করতে।
বৃষ্টি
আর নিম্নচাপের আলো জমেছে
ওর
বড় শার্টের হাতায়,
কবজি
পর্যন্ত ওর বৃষ্টির গন্ধ।
প্রেম
– প্রেম – প্রেম।
বৃষ্টির
প্রতিটা ছিটে লোমকূপের উপর জমেছে
Horizon–এ
বাষ্পদের দেখা যাচ্ছে
খালি
চোখে।
একটা
হলুদ ট্যাক্সি শন্ শন্ হাওয়ার মধ্যে শহরে ফিরছে,
একা।
গ্রাম
– মরু – উপত্যাকা পেরিয়ে,
কালো
ছাতার জল কী শুকোলো?
ঈশ্বর
এখনও খরচোখে দেখছে ওদের,
আইস্ক্রিমের
দাম দেওয়া হয়নি।
আর
কতক্ষণ?
15
th sept, 3.29 pm
খুব সুন্দর। চেতনার শিরা কেমন যেন করে উঠল!
উত্তরমুছুনকি অসম্ভব সুন্দর লেখা
উত্তরমুছুন