রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২৩


ক্ষত

 

শুধু তাকিয়েই থাকতাম

তাতেই নাকি সব

উলোট পালোট হয়ে যেত তোমার

ধরা পড়ার ভয়ে

ছুরি চালালে আমার কবিতায়

সেই ক্ষত আজও

আমার ঘর আলো করে আছে।

 

কন্ডিশন

 

আমি ততটুকুই ঘুমাই

যতটুকু ঘুমালে

কলহ বাঁধে না মৃত্যুর সাথে।

 

সওগাত

 

ভালোবাসি বলে বুকের ভেতর জলের স্বপ্ন

চোখে সৃজন লোলুপ রোদ

যদি দাও হাওয়ার যত্ন

শেষ ফসলটুকুও তোমায় দিয়ে যাবে

তার নিংড়ে রাখা সওগাত।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন