বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২১


অনাগরিক

 

লেখাগুলো এখনো নাগরিক হয়ে উঠতে পারেনি

শেখেনি রোদচশমার ভেতর থেকে

শিসের তীব্রতা ছুঁড়ে দেওয়া

শেখেনি জট পেকে যাওয়া ধমনীর রুদ্ধশ্বাসে

অন্ধকারের সংসার সাজানো

সে শুধু স্বপ্ন দেখে

জলের মতো প্রেমিকা হওয়ার।

 

ফ্লপ নয়

 

আকাশে সন্ধ্যাতারা

মুছে নিচ্ছে সমস্ত বিষাদ

যদি ধরো এবার মৃত্যুর কথা আওড়াই

তারারা বলে উঠবে কি - ফ্লপ ফ্লপ

কিন্তু পার্টিশন লাগানো

পাশের অন্ধকার ঘরটা

তবুও সারাক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকছে

এই আলোর কোলাহল।

 

আসমান-জমিন

 

শুধু ছুঁয়ে থাকতে চাই

তোমার উচ্ছ্বলতা, তোমার ক্লান্তি

যদি বল, এটা বাড়িয়ে বললাম

তবে এই বাড়াবাড়িই থাকুক

আমাদের আসমান-জমিন পাত্রে।

 


1 টি মন্তব্য: