কবিতার কালিমাটি ১১৫ |
ডানার বিষুব –৪
নিটোলের দোল
দুলে দুলে
চারপাশে মাঘি শর্ষে
তৈলাক্ত বাঁশের উপর
কালভৈরব
আবার দুলে
চৈত্রহারা।
একটা গুহা
অসমাপ্ত
একটা গুহা
গানে গানে
একটু কল্প দিলে
আর
ফুরসৎ পায় না।
শূন্যের মুগ্ধতা
সাজালে
দুঃখের ভার
অঝোরে
নামবে।
ডানার বিষুব –৫
অশ্রুলিপি
কাজলটানা
শেষ বিরহের
কোনও চিহ্ন থাকবে না।
যে কেউ ভিজে উঠতে পারে
জলের ধারণায়।
শূন্যবিষয়ক
চাঁদের নীচে
চাদোয়ার নীচে
মহার্ঘ থেকে
নির্ভার।
শূন্যকে বলেছি
শুধু শূন্যকেই…
চুঁইয়ে
পড়া ছায়ার ঘূর্ণি
ছায়া থেকে
ঘূর্ণি
থেকে
শবে রেখে
শবনমে জড়িয়ে ফেলছে
এক
দীর্ঘ নীরবতা।
ডানার বিষুব – ৬
বিকেলডাঙার বলিরেখা
দুধরঙের ভাঁজে
দুপরত খেলছে
হাওয়া হাওয়া।
একজন্মের ঘ্রাণ
খাঁচা থেকে বেরিয়ে
আগাছার তারে
ছড়িয়ে এলো
নির্ঝর।
ভাঙা চোখ
আরেকটু ভাঙতেই
জোড়কলমে
শুভেচ্ছাদান।
এখানে একটু
আলতো রাখি
একটু আলতা ছোঁয়া
তুমি লতিয়ে
এই
কুসুমলতা…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন