সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

তৈমুর খান

 

কবিতার কালিমাটি ১০৯


কাল্পনিক

 

সবকিছুই কাল্পনিক। আমিও একটি কাল্পনিক চরিত্র।

কল্পনার সঙ্গে আমার বিবাহ হয়েছে

অবাস্তব আমার সন্তান

আমার সমূহ ঘরদোর ঝিকিমিকি

কথাবার্তা আলো-অন্ধকার

 

এখানে কোথাও সত্যরা থাকে না

ধর্মরা ব্যবসা করে, মানুষ ঠকায়।

 

মাটির মানুষ

 

কোন্ নক্ষত্রের কী নাম দেওয়া যায়?

নাম কি সঠিক পরিচয়?

 

চলো, নাম পাল্টে নিই,

অথবা নামহীন হই

চলো, গোত্র পাল্টে নিই,

অথবা গোত্রহীন হই।

আমাদের পরিচয় নেই,

অথবা মাটির পরিচয়;

মাটির মানুষ শুধু, মাটি লিখে যাই।

 

বিষ

 

এক একটি ছোবল আর ছোবলের বিষ

বয়ে বেড়াচ্ছি শুধু

মৃত্যুকে জীবন যতদূর বয়ে নিয়ে যেতে পারে

 

তারপর অন্ধ বা অন্ধকার পথে বিশ্রামের ঘুম নেমে আসে

যে ঘুম ভাঙে না আর সূর্যের কিরণে, কাকলি বা ঝরনার ডাকে

 

যুগবার্তা

 

নত হচ্ছি। আলুথালু বৈরাগ্য সমীচীন

কে এসে জাগাবে আর?

ভোরের ভৈরবী নেই, শুধু বিভাবরী

অখন্ড প্রলাপ মুহূর্ত সঞ্চার।

 

কখন পৌরুষঝড় থেমে গেছে

ধূসর ইচ্ছারা প্রদীপ জ্বালেনি

নিয়তির পানপাত্রে আজ

কোন্ সুরা ঢেলে দিচ্ছে ঈশ্বর?

 

ঈশ্বরকে চিনি না আমি

দিগন্ত প্রসারি পতাকা ওড়ায় স্বৈরাচার

 

 

 

 

 

 

 

 


২টি মন্তব্য: