কবিতার কালিমাটি ১০৮ |
প্রতিকবিতা পরবর্তী সূত্র : রাতযাপন
চিহ্ন
---------------------------------------------------------------------
ক্রমশো হাওয়া কেটেকুটে ✈
প্রান্তবিন্দু ⊿ ~ খাদ্যজাতীয় উৎসেচক
বেরঙিন এলোমেলো|রা
বর্ণপরিচয় ~ ইথার নামকরণ
সেও পেশায় কেরানি
ডিউটি ১০টা → ৫টা
সকালের উড়ুক্কু ঘুড়ি
থমকায় আলো পড়লে
[ণ]ছায়া।আলাদা চেহারা
অপদার্থ ~ রেশন-দোকানে লাইন
নিষ্ক্রিয় রাতগুলো
প্রতিকবিতা পরবর্তী সূত্র : মৃত্যু
বিষয়ক বরফখন্ড
---------------------------------------------------------------------
হঠাৎই হাওয়া কেটেকুটে ~ চুরি-বিষয়ক
হাওয়াকল
যা কিছু আছে পুড়ছে
পুড়ছে
যা কিছু পোড়বার থাকে থাকুক
হাতবর্ণ
স্পর্শক
পুড়ছে সূক্ষ দেহ পালক
উড়ছিল ঝটপট
ডানা
উপরনিচ
|| অনুভূমিক ঠিকানহীন
থরথর
স্পটলাইট্
ব-দ্বীপ
< ✉ > দ্বীপ-ব
সরে যাও কে যেনো বললো হঠাৎ
নিয়মিত তাপতাপ
গলনশীল
প্রতিকবিতা পরবর্তী সূত্র : মহাকাশ
বিষয়ক খসড়া
---------------------------------------------------------------------
জেগে আছি ~
স্মৃতি খাকভর্তি আকরিকখানা
এখানে জ্যোৎস্না = জোছনা
ক্ষার = খার
ৎ = ছ |¡ɟ, π=∞| ক্ষ = খ
ছোটোখাটো ভ্রূণতালাব
_____
পাতার বিপরীত
পাতালেখ্।মান ~ ঘনক-মাত্রিক
উত্তাপ কাচ
মোমফিলিশ চাউনি এ দি ক
ও দি ক সে দি ক
মাটির ভরকেন্দ্র
জুড়ে ~ অশরীর খেলা
মধ্যমা ⊿
খসছে কিছু
চারকোল-চারকোল বুনো
চামড়া & কোষ
প্রতিকবিতা পরবর্তী সূত্র : আয়না//আয়না
খন্ডচিত্র
---------------------------------------------------------------------
অস্থি|র আলো-আলো
অদ্ভুত
অথবা চারাগাছ
______
মুখ গামছা
গামছা
মুখ || আশেপাশের গন্ধ ~ অ্যাসিড
উড়োচিঠি গলছে
গলনশীল চূড়ান্ত
মেঘজাত ফোঁটাফোঁটা ~ ০|ভেদী দেওয়াল
বরং তুলনাহীন ______
কয়েকটা ৪-পেয়ে ফ্রেম
কথানুযায়ী ওড়া সম্পর্কিত
এযাবৎ পালক
গতি
পাখনা
ছায়া
নিউক্লিয়াস
প্রতিকবিতা পরবর্তী সূত্র : জাদুঘর
অ্যাপ্লিকেশন
---------------------------------------------------------------------
২চোখ স্পর্শতায়
______
স্পষ্টতো দেখেছিলাম পূর্ণগ্রাস নাভি
রুদ্রাক্ষ তলাতল
কোথাওকোথাও ১টা ছায়াগ্রহণ
আনত অসুখ
অংশতো ~ টোল পড়া গাল
নিশানামুখী শালুকফুল
চামড়াভর্তি ঝড় বেলুঠ পেজমার্ক
এযাবৎ যাকিছু ৩-মাত্রিক অবশেষ
এলোপাথাড়ি
চলমান
মুখাগ্নি চুম্বক _____
অশান্ত ] সন্তাপ
[ অলীক
রাখা হলো ~
বীজগাণিতিক ০-শরীর|অ|শরীর মোম
কিছু আয়তন গলনশীল
কয়েকটা বরফ নক্ষত্রচারী চৌকাঠ
ভেবেছিও
}}}}
¾-? হয়ে ~ নেমে
যাবো ( স্তন → নীচে )
অসম্পর্কিত আড়াল
পুড়েপুড়ে
খাক্
শব্দরূপ : রাহুল
গাঙ্গুলী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন