শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

সোনালি বেগম

 

কবিতার কালিমাটি ১০৪


পরিক্রমা, সমুদ্রের জলে

জীবন গড়ে উঠেছে উৎসাহী কথায়, সুখ-দুঃখ

ভেসে ভেসে অন্তর-সুর চমৎকার ছায়াতল

রোমান্টিক স্বপ্নবিলাস নয়, আনন্দ ও অনন্তের

খোঁজে মানস-পরিক্রমায় আপ্লুত চিত্র। আত্মশক্তি

কিছু গঠনমূলক যুক্তিতে ব্যাকুল মগ্ন বিকিরণ।

গহন সমুদ্রের জলে মন্ত্রমুগ্ধ নিক্ষেপিত পথ।

 

তৃপ্ত-অতৃপ্ত, বহমান

দ্বন্দ্ব ও টানাপোড়েনের বহমান রসধারায়

আউল-বাউল-সহজিয়া। সহজ সরল

দুঃখকথা সুখকথা ঘিরে তৃপ্ত-অতৃপ্ত

বসবাস। উদাসীন পথে শেষকথা বলে

কিছু নেই। প্রকৃতির বৈভবে মেঘ ও

রোদের ছটায় আপ্লুত স্মৃতি নিবিড় ভালোবাসা।

 

সীমা-অসীমের, কথাগুলি  

মায়া-মুক্তির জালে সংযত উপলব্ধি প্রবাহে ––

সীমা-অসীমের জীবনদর্শন ধাক্কা দিতে

থাকে, ব্যক্তিগত মননে ইঙ্গিতবহ কিছু

শব্দ শোনা যায়। ডায়রির পাতায়

পাতায় জেগে ওঠে মনের কথাগুলি। সিক্ত

স্বস্তিবোধ সূর্যের তাপে নিক্ষেপ হতে থাকে।

 

বর্ণমালা, উৎসব

জ্বলে যায় মোম অন্নজল মন ও গভীর প্রণয়।

কত কত শতাব্দী পার কোনো সংঘর্ষ নয়,

সচেতন মানুষের গল্প। জীবনরস দেশ

ও দশের কথায় উদ্বেলিত বীজমন্ত্র। অন্তরঙ্গ

সম্পর্কে কোথাও সংঘাত কোথাও স্বাধীন

বর্ণমালা। বেগবান উল্লাস আবারও পুনর্মিলন উৎসব

 

সংবেদন, বুদ্ধি

পারফিউমের বোতল খুলে পড়ে।

চারদিকে তীব্র সুগন্ধ ইতিহাস হয়ে যায়।

ছবিতে লিপিতে ভাস্কর্যে গভীর থেকে

গভীরতর ক্ষত। কালপ্রবাহে নিজস্ব

মনোভূমির আড়ালে জেগে ওঠে

সংবেদন বুদ্ধি। সক্রিয় বিকল্পিত

প্রলেপ-আচ্ছন্ন নক্ষত্রের ধুলোয়

                         জন্ম নিতে থাকি।

 

 

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন