শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

রুমা ঢ্যাং অধিকারী

 

কবিতার কালিমাটি ১০৩


আশ্রয়

 

সন্ধে আর ছায়া

ঢেকে রাখার জন্য এটুকুই যথেষ্ট

 

তবু দেওয়াল ঘড়িটার গায়ে ভেসে ওঠা বারো নম্বর 

বহন করে সেইসব ধসিয়ে দেওয়ার গল্প

 

 স্বয়ংজাত 

 

জীবনচরিত আসলে এরকমই ছিল

ভঙ্গুরের গণনায়

নদীও যত 

ভেঙেছে পাড় 

 

তাকে কৃত্রিম সমবেদনার ভারে

নিয়ত করে রাখা অন্তর্ঘাত

 

স্বয়ংকৃত এক নিটোল হত্যা

 

 জন্ম এবং

 

সারা দেহে বাহিত 

কচ্ছপের বিশ্বাসপূর্ণ হাঁটাচলা 

 

পায়েসের জন্ম মেনে চলা ফাঁস 

 

এই জলবিহারি থেকে ফিরে আসা নিদান

মেঘ তাকেও অতিক্রম করে থাকে 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন