রবিবার, ২২ মার্চ, ২০২০

নীলাব্জ চক্রবর্তী



কবিতা 



টেক্সচার কবিতা

ঋতু অবধি চলে যাওয়া এইসব ভাল কাঁচ
ক্রিয়াপদ হচ্ছে ভেবে তোমাকে
এই যে স্টিলের নিবে একটা দুপুর গেঁথে
যথাযথ
হাসপাতালের জামায় একটা নীল
দুটো জানলার বোতাম
কার ঘরে
ভাষা খুলে রাখার টেকনিক
আমি লিখি
শীত একটা পাতার নাম তখন
ভিজিটর্স বুক
একটা একটা করে উড়ে যাওয়া হরফ
গুঁড়ো গুঁড়ো টেক্সচার কবিতা
কালকের বৃষ্টিতে
আজও একইরকম ভিজছে...


প্রশ্রয়

চকোলেট একটি স্থির দৃশ্য
জ্বরের গন্ধ
শরীর ভেবে ছেড়ে যাওয়া এই কাঁচের স্বপ্ন
সংশয়ের ভেতর তবু থেকে গেল
কার প্রশ্রয়
বাউন্স করছে
বিভ্রান্ত হচ্ছে কার ভ্যালেনটিনা নাম
আঙুলের ভেতর
কার গাছ
চোখে
সরে যাচ্ছে কাগজের রোদ...


স্থির কবিতা

শরীর একটা অসম্পূর্ণ বাক্য হয়ে
এই তো ক্ষতের ভেতর
একটা নির্বাসনের ভেতর
কার একটা পড়ে-পাওয়া ভাষার ভেতর
সারাদিন তোমায় চিঠি
স্থির সময়ে
হ্যালো
লক্ষ করো
একটা অস্থির কবিতা
দুলে যাচ্ছে
লিখতে বসার এই সময়টুকু
শুধু
তোমার সাথে খুব টেকনিক্যাল কখনও
টুকরো টুকরো দিন
ভাল আছি...


২টি মন্তব্য: