শিউলি ফুল
কবিতা থাকুক মনের পাতায়,
হোয়াটস্যাপে বরং থাকুক গান,
অথবা আজকের জিংগলস,
ছেঁড়া ছেঁড়া ট্রামলাইন,
রোদ পালাবার খবর,
আধুনিক আমাদের সময়,
যেখানে হাত ধরে হাঁটেনা কেউ,
স্বাবলম্বী আমাদের দেশ,
জল মিশেছে নদী ও সমুদ্রের,
পা বাড়িয়েছি অজানার পথেই,
কোথাও বা এতটুকুও শিউলিফুল,
অঞ্জলী ভরে নিলুম,
মাথার চুলে ঝরে আসবে ফুল,
নদীরা সব প্রাপ্তবয়স্ক আজ,
তাদের এখন ফুল দেখবারও সময় নেই
সকালের আপিস-গাড়িতে - তারা দেখেচে বৃষ্টি-ছাঁট,
ভালোবাসতেও বয়েই গেছে তাদের
খবর
কবিতা বরং কন্ঠপুরে আসুক,
যেদিনগুলো ভালোবাসতে ইচ্ছে হয়,
নোৎরদামের গির্জার মতোই,
তোমাকে সাজাবো, নতুন রঙে নতুন
ভঙ্গিতে,
চোখ পিটপিটিয়ে ফিরে দেখবি তুই,
রঙিন কাচের জাফরি করা নকশাকাটা দেয়াল,
যীশুর দেশে অকৃত্রিম প্রেম,
নীলে সাদায় আকাশ জোড়া প্যারিস কিংবা পার্থেননের খবর,
হাত ধরতে বারণ করো যতই,
মুঠিতে পুরে দেখাবো ভবিষ্যত,
তুমি আমার - ঘোষণাটাই প্রেমের
খবর দেয়
ছায়াপথ
তীক্ষ্ণধার ছুরিতে বিদ্ধ করি তোমায়,
শিকারে হেরেছি,
জল জঙ্গল একাকার করে ছুটে গেছি হরিণীর মতো,
নিষ্পাপ যত দেবদারু বনে,
আকাশে কুয়াশা ছিলো না,
রোদ্দুরে ভেজা নদী, আর নুড়িতে বালিতে চর
হয়ে ভেসে গেছি,
পাথরের উপরে রেখে এসেছি পায়ের দাগ,
রাতের জ্যোৎস্নারাও খবর রাখেনি,
স্বপ্নসম্ভবে কবিতার মতো,
আমি অলকানন্দার পথিক,
তুষারে ঢেকেছে পথ,
আমার সমস্তটা খবর,
ঝড়ের মতো কবিতার মতোই,
লুটিয়েছে কাঁটাবনের ওধারে,
যেখানে রক্তাক্ত দেশ,
কবিতা কেবল চিন্তা করতে দেয়,
অবকাশ আসে ছায়াপথের মতোই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন