খোলা ছাতে
ঘুম
থেকে উঠে
ছাতের দরজা খুলে দেখি
একটা ঘুড়ি উড়ে বেড়াচ্ছে ছাতময়।
একটা ঘুড়ি উড়ে বেড়াচ্ছে ছাতময়।
ভাবলাম একটু ওড়াই।
আসলে কাটা ঘুড়িতে তো সুতো থাকে না
বিশেষ।
তাই ওটা রেখে দিয়েছি
কাজের মেয়েটা এলে তাকে দেবো।
ওর একটা ছোট ছেলে আছে।
বিশেষ।
তাই ওটা রেখে দিয়েছি
কাজের মেয়েটা এলে তাকে দেবো।
ওর একটা ছোট ছেলে আছে।
আর ছোটরা
তো মেঘ ছুঁতে চায়,
যেভাবে আমরা বড়রা টাকা ছুঁতে চাইছি
সারাক্ষণ।
যেভাবে আমরা বড়রা টাকা ছুঁতে চাইছি
সারাক্ষণ।
গল্প
কারো
কারো রোগ আছে
বিছানায় শুয়ে শুয়ে
ঘুমোবার আগে গল্প শোনার।
বিছানায় শুয়ে শুয়ে
ঘুমোবার আগে গল্প শোনার।
আমার
প্রেমিকারও সেই রোগ আছে।
তো তখন আমি খার্মস অনুবাদ করছি।
কয়েক রাত খার্মস শোনাবার পর
সে আমায় বলল - প্লিজ আর খার্মস নয়,
ওর গল্প শুনলে আমার ঘুম চলে যায়।
তো তখন আমি খার্মস অনুবাদ করছি।
কয়েক রাত খার্মস শোনাবার পর
সে আমায় বলল - প্লিজ আর খার্মস নয়,
ওর গল্প শুনলে আমার ঘুম চলে যায়।
আমি হেসে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম।
দিনগুলো
জীবন, কবিতা
আর কফি আড্ডা মারছে তেড়ে।
ভালোবাসা তুমি আসছো কবে?
একটা ফোন মেরে এসো।
ভালোবাসা তুমি আসছো কবে?
একটা ফোন মেরে এসো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন