আলোর শিকল
আলো'কে পিস পিস করে কেটে
মশলা মাখিয়ে ছেড়ে দিলে
ফুটন্ত মুখোশেতে
রামধনু ধোঁয়ায় ধোঁয়া
একটা কমা, দুটো কমা, কমায় কমায়
জেনারেল কামড়া
গড়াতে গড়াতে স্টেশন থেকে স্টেশনে
শিশুহাঁস ফেরি করে
শিকল বড়ো হয়...
ছায়াকাব্য
আমার ছায়ার ওপর মৃতপাখিটার পালক
বা মৃতপাখির পালকেতে আমার ছায়া
পাশে কাঠের পুতুল প্রবন্ধ লেখে
আমার কথা
পাখিটার কথা
একটা অদৃশ্য তারে
মিলে দেওয়া গাছ টুসকি মারে,
মুচকিতে ঝরে পাতা...
ছিবড়ে
আখের রস চুমুকে ফুরালে
ভাগশেষে পরে থাকে ছিবড়ে-
ভাজকের মতো কোনো সংখ্যা নয়,
ভাগফলের মতো কোনো সংখ্যা নয়,
শুধু আঁশ কিছু
এক পুকুর পিপাসাকে নিগরোয়
পিষে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন