বুধবার, ১ আগস্ট, ২০১৮

তাপসকিরণ রায়



পতিত পাবন


সময় থেকে অনেক সবুজ জন্ম নিচ্ছে
হলুদ হয়ে মরে যাচ্ছে আগাছা
খালিস্থান জন্মাচ্ছে। বনের প্রয়োজনে তুমি কেটে নিচ্ছ বৃদ্ধ গাছ।
অথচ প্রয়োজন শেষে তুমি আঁকড়ে ধরছ আশপাশ
বট তার ঝুড়ি জন্ম দিচ্ছে
অন্য দেহ থেকে খাদ্য নিচ্ছে পরগাছা
ক্ষয়ের দেহে সোনালী লতা হয়ে যাচ্ছে
লতা থেকে লতা ঝুলে পড়ছে মাকড়সার গা
গা থেকে গায়ে বিষ সঞ্চারিত হচ্ছে
আর সে বিষক্রিয়াতেই পতিত পাবনের মৃত্যু হল।

ডায়রি


জলের আওয়াজ আছে
একটা আওয়াজ ঢেউ ও টেপ রেকর্ডারে ধরে রাখার শব্দ,
শব্দে তুমি সমস্ত গল্প পড়ে নিচ্ছ
তোমার মধ্যেই ঘুম আছে
আর ঘুমের মধ্যে শব্দ স্বপ্ন হয়ে বেরিয়ে আসছে
আর সে  শব্দে আর একটা জীবন তুমি ডাইরিতে ভরে রাখছ।

মাংস


শেয়াল কাঁটার বনে তুমি অনধিকার ঢুকে প্রহর প্রহর ডেকে উঠলে
শ্রেণী বিভেদ ভুলতে তুমি গায়ে একটা কালো শার্ট ঝুলিয়ে নিলে
গরুর মাংস খেয়ে নিয়ে দেখলে তুমি একটুও পাল্টায়নি!

প্রিয় দেহ


সময় হারিয়ে যাচ্ছে, আবার সময় ধরে রাখছে
বরফ ও মৃতদেহের পচন।
তোমরা দেখবে বলে একটা প্রিয় দেহের কফন সাজানো আছে।

মিনার


তাকে দেখলে এবং ফিল্মী মনের রিলে শব্দের রণন
তুমি রেখে দিলে স্মৃতি,
যা কিনা জ্বলে যাবে একদিন শহীদ মিনারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন