বুধবার, ১ আগস্ট, ২০১৮

ফেরদৌসী আক্তার



বিদায় অনুষ্ঠান 


পশুকে পশুর মতোই হত্যা করা হোক,
আমার নির্দেশ মোতাবেক আজ বাদ্য বাজুক,
চোখের সম্মুখেই ছটফট করতে থাকুক শ্বাপদেরা, 
মন তৃপ্তিতে ভরে থাক
                    আর চোখের পাপড়ি না ভিজুক
সকল পশুত্ব থেকে মুক্তির আনন্দে -
              ঢাক ঢোল গুলি বায়ুরাজ্য লন্ড-ভন্ড করুক।
সানাইয়ের নিষ্ঠুর সুর -
                       আজ বারংবার বাতাসে ভাসুক,
ছাগ শিশুর বলিতে যেমন নৃত্য চলে -
                                            তেমনি চলুক।
অদ্য সভার সভাসদগন সবশেষে -
                  মৃতের মুন্ডে থুতু ছিটিয়ে সভা ত্যাগ করুক।
অতঃপর আমার সভাপতিত্বেই -
     শ্বাপদ সংকুলতার বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটুক।


সান্ত্বনা 

   
এই তো! শেষ হলো বলে,
কাঁদিসনে ভাই!
সত্য পানি চুষেই তবে সাদা মেঘ হয় -
মাটির জামাই।
বর্ষা ঘুরে আসবে আবার -
গ্রীষ্ম শেষে,
উড়াবেই লাল পতাকা -
ফাগুন এসে।
খেলবো আবার দু'জন মিলে -
বটের তলে,
দক্ষিণ হাওয়া দোল দেবে রোজ -
পাতার ডালে।


গো-হাট থেকে জনপদ 


গো-হাট থেকে জনপদের দূরত্ব কত?
বনবিড়ালের খালি পা -
হাঁটতে হাঁটতে জানে হয়তো;
অথবা জানে ঝোপ ডালের ফাঁকে -
ফুরুত ফারুত হলদে পাখিটা।
তবে নিশ্চিত
ও কানাগুলো জানে না;
যারা বেতন বিহীন কর্মী,
কাজ নারী ও জননাঙ্গের পৌনঃপুনিক গবেষণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন