বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

রঞ্জন মৈত্র




রিকাদের উঠোন


এতদিনের রেখা চলে গেল হাত ছাড়িয়ে
গঞ্জ বাজার হয়ে উঠছে
উঠোনে দাঁড়ানো বাস থেকে কয়েকটি হাত
মুক্তি চাইয়ের দেওয়াল ঘেঁষে
যুদ্ধ চাইয়ের ফ্লেক্সি হাওয়ায়
খুঁজছে তাপা দিন, ফোটা রাত
আর মর্মর অভিধান ক্ষেত
রোজের আনাজ রং
বিষয়হারানো কোন মুভি মুভিটোন

চোখ আর আকাশ কে কাকে দেখবে
মেঘডমরু পেঁজাশরৎ বসন্তপঞ্চম
কার আঙুল চলে যায় সপ্তকের কিনারে
সপ্তক আহিরীটোলায়
নীহারিকাকে ভালোবাসব ব’লে
রিকা নামে ডাকব ব’লে
ফেসবুকে লাইক দেব ব’লে
বাসে আর বাসে উঠছি নামছি
আনাজের লতা খুঁজছি আনখা পাড়ায়
হাত নড়ল কিনা
গঞ্জ নাকি আকাশ কার দিকে
ফেরির ভোরগীতি কার দিকে যায়, চলে যায়।


প্রেমের কবিতা


সন্ধের মুখে
সুমিকে তুমি বলার ঠিক আগে
মুখের সন্ধ্যা ফুটে উঠল মাত্র প্রদীপে
পথকে পথের মতো
বাতির আদলে
সুমির পা ফেলা ধরনে ভেবে ওঠায়
একফোঁটা তারিখ পড়ল
দু’ফোঁটা বৃষ্টি
যখন ঋতু পেরিয়ে
সাঁঝোয়া মুলুক পেরিয়ে
থমকে আছি শেষ শিলায়

প্রদীপের বুক জ্বলছে
ফুঁ দাও সুমি
বারিষ দাও
জেব্রা-ক্রশিং সিগন্যাল তুমি চলে যাচ্ছ বিজয়ওয়াড়া
আমি যাই




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন