সত্য ভেসে যাচ্ছে
বন্যায় সত্য ভেসে যাচ্ছে
চারিপাশের থইথই জলে
বাঁশি বাজাচ্ছে কোলাহল
শহরে খুব মেঘ করেছে এখন
ডানা বেয়ে নামছে ধোঁয়াশা
ঘুমের পল্বলে অনুভূতির মৃদু মাছ
খেলে বেড়াচ্ছে
দুর্যোগের নীল সমাগম পাল তুলে দিয়েছে
নৌকারা বোষ্টমীর গেরুয়ায় ঢেকেছে শরীর ধন
সঙ্গমের ক্ষেতে শীৎকার
ঝরে পড়ছে পাখিদের গান
মাৎসর্যের বিকেলে নরম সংশয়
জেগে উঠছে বলে
দরজা খুলে দিচ্ছে সব মিথ্যার আশ্রয়
জোবচার্নকের সাথে দেখা
হল
জোবচার্নকের অট্টালিকায় আমাদের রাত
যায়
এই কলকাতার রাত
কুমুদ, তোমাকে কত ডাকি
ডেকে ডেকে চোখ সরোবর হয়
তুমি ফোটো অন্যকারও জলে !
তামাশা উড়িয়ে দিয়ে যন্ত্রযুগ
যন্ত্রণার মই বেয়ে উঠে আসে
এই ঘরে আমার পিপাসা পায় খুব
সারাদিন আকাঙ্ক্ষারা ঘোরে ফেরে।
কোথাও আশ্রয় দিলে নাকো কেউ
জোবচার্নকের সাথে দেখা হল
মধ্যরাতের হিল্লোলে, এই পানশালায়
নিজেকে নীলঅশ্বের মতো ভাবি
দৌড়ই বেঘোর রাস্তায় একা একা
মনে মনে সারারাত শব্দের সম্রাট
শব্দে শব্দে আলো জ্বালি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন