মাস্কারেডে
এই মাস্কারেডে দাঁড়িয়ে বুঝি,
তোকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি,
কতদূরে আছিস অথচ প্রথম দেখার পরেই বুঝেছিলাম-
তুই আমার,
জন্মেছিস আমার জন্য,
গান গাইছিস আমার জন্য,
ছবি আঁকছিস আমার জন্য,
লিখছিস আমার জন্য,
কপালের সবুজ টিপটা আমার জন্য,
তুই আছিস বলেই-
বেঁচে আছি আজও।
তোকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি,
কতদূরে আছিস অথচ প্রথম দেখার পরেই বুঝেছিলাম-
তুই আমার,
জন্মেছিস আমার জন্য,
গান গাইছিস আমার জন্য,
ছবি আঁকছিস আমার জন্য,
লিখছিস আমার জন্য,
কপালের সবুজ টিপটা আমার জন্য,
তুই আছিস বলেই-
বেঁচে আছি আজও।
এই মাস্কারেডে দাঁড়িয়ে বুঝি,
তোকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি,
তুই কাছে আসিস না, চলে যাস না,
অজস্র মুখোস - জ্বলছে হাজার হাজার ওয়াট,
ঠিকরে পড়ছে আলো হীরে মুক্তোয় রেটিনায়,
হঠাৎ কোনো মুখোস সরে যাবে,
হঠাৎ দেখবো তোকে,
জড়িয়ে ধরব ভালোবাসায়,
জানি হবে না,
তবু ঘুরছি মাস্কারেডে।
তোকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি,
তুই কাছে আসিস না, চলে যাস না,
অজস্র মুখোস - জ্বলছে হাজার হাজার ওয়াট,
ঠিকরে পড়ছে আলো হীরে মুক্তোয় রেটিনায়,
হঠাৎ কোনো মুখোস সরে যাবে,
হঠাৎ দেখবো তোকে,
জড়িয়ে ধরব ভালোবাসায়,
জানি হবে না,
তবু ঘুরছি মাস্কারেডে।
আসল আবেগ ঢাকা আছে কাঠ কাগজ আর ধাতু মুখোসে,
ভেঙ্গে চুরচুর মানুষগুলো ঢাকছে আবেগ,
সারা পৃথিবী ঘুরছে এই ফ্যান্সি বলে,
মাস্কারেডে।
ভেঙ্গে চুরচুর মানুষগুলো ঢাকছে আবেগ,
সারা পৃথিবী ঘুরছে এই ফ্যান্সি বলে,
মাস্কারেডে।
(মাস্কারেড - মুখোসের মেলা)
একলা রাত
আকাশে চাঁদ হিম
জোছনা,
জানালা খোলা সাদা
গাছপালা,
দূরে মায়া নদী বইছে
হাওয়া,
শণে ছাওয়া দুলছে ঘর,
ঘরে আমি আর
রেফ্রিজারেটর।
সশব্দে নড়ে উঠলেন
রেফ্রিজারেটর,
বেরিয়ে এলেন
ক্লিওপেট্রা
খৃষ্টপূর্ব
নারী-সর্বাঙ্গে বরফ,
আমি যে মারা গেছি
কোন প্রমাণ আছে?
সমাধি পেয়েছ খুঁজে
কেউ রোম গ্রিস বা মিশরে!
অন্ধকারে চাঁদ ডুবে
গেছে,
সৌর বিদ্যুতের
সামান্য আলো
টেবিল ল্যাম্প,
খুঁজি নীল টাচপ্যাড,
তাড়া করেছে দানব
আমি লাফিয়ে ধরছি
ঝোলানো তার,
ভাসছি জলে
ডুবে যাচ্ছি
খনিমুখে।
মুকুলিত অন্ধকারে
মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু
পারছিলাম না,
পারব কিনা জানি না,
পারলে পরেও আপনি শুনবেন কিনা,
শুনলেও বুঝবেন কিনা,
সাত পাঁচ ভেবে এই ভ্যানতারা,
বলতে চাইছিলাম,
এজন্যই বলতে পারছিলাম না।
মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু
পারছিলাম না,
তা’হল স্তর বিন্যাসের কথা,
আপনার আমার আলাদা আলাদা স্তরের কথা,
তা’হল মোটামুটি একই উচ্চতায় থাকলেই,
একে অপরকে দেখতে ও শুনতে পায়,
নয়ত কথা ভাসে হাওয়ায়,
এবং হারিয়ে যায়।
মহাশয় আমি যেটা বলতে চাইছিলাম কিন্তু
পারছিলাম না,
আপনার বাক্যগুলো দ্যুতিময়,
বিকীর্ণ, বিস্ফোরিত, বিচ্ছুরিত, বিস্তৃত আলো
আপনাকে মহান করেছে,
একটা বর্ম আপনাকে ঢেকে ফেলেছে,
এবং একটা চশমা ও চশমার রঙ
ঢেকে ফেলেছে আপনার চোখ-
শুনতে পাবেন কি আমার কথা বর্মের ঘেরাটোপে,
দেখতে পাবেন কি আমাকে চশমার ফাঁকে?
মহাশয় আপনাকে দেখে কিছু বলতে চেয়েছিলাম,
মুকুলিত অন্ধকারে আকুলভাবে হাত নেড়ে নেড়ে,
আপনাকে ডেকে কিছু বলতে চেয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন