সোমবার, ২ অক্টোবর, ২০১৭

বলাকা সেন

কে রাখে এ ছুরি


ঘরে প্রবেশ করতেই চোখে পড়লো ঝকঝকে ধারালো ছুরি
কে এনে রাখলো এখানে; মৃত্যু পরওয়ানা!
একি কোনো শত্রুর আমাকে হত্যা করার চক্রান্ত?
কিন্তু হাওয়া আর শব্দ ছাড়া কোনো শত্রু জানা নেই!
একজন বসন্তের সুবাস আনে; অন্য ধরা দেয় না;
তাহলে কি কবিতা মুখ ফিরিয়ে নিয়েছে জীবন থেকে!
যেখানে কলম বিমুখ হয় সাদা পাতায়; মৃত্যু নিষ্প্রয়োজন;
মাথায় নাচে বিনয়ের মধু ঢালা বিষ;
কে রাখলো পাথরের বুকে লাল গোলাপ;
মৃত্যু?


টুকরো দৃশ্য


মাঝের ঘরে কারা যেন দখল নিয়েছে;
পুকুর পাড় থেকে দেখেছি নীল শাড়ি;
কলকা আঁকা আঁচলের নক্ষত্র দোলনা;
ছোটবেলায় ফুলজেঠি ঘষে ঘষে তুলতো
জলসিঁড়ির শ্যাওলা আপন মনে টুংটাং;
আজও চকচকে দেখি কামরাঙা আলোয়,
দক্ষিণের জানালার খড়খড়ি নড়ে ওঠে;
দাদুর বিরাট ছায়া বড় হতে হতে বটগাছ;
দিদার সুর করা লক্ষ্মীর পাঁচালী গুনগুন শুনি,  
দেওয়ালে কান পাতা ঘড়ির একান্ত বুকে;
ঝিঙেফুল নরম ঘাসে মিশে মল্লিকার সাথে
তেঁতুলপাতার ঝিরঝির নেচে ওঠা শৈশব;
চোর পুলিশ খেলে চোখের আড়াল হতে,
আমারই শৈশবাবস্থার একাঙ্ক নাটকের দৃশ্য!
দখল নিয়েছে মাঝের ঘরে, আমি দেখেছি--
যার প্রধান চরিত্র আর দর্শক দুই আমি;
আর বাকি আজও অভিনয়ে মশগুল
জন্মমৃত্যুর পালাবদলে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন