ক্যুরিয়ার সিরিজের কবিতা
বাপুরামের বীণ
প্রাপক প্রেরক
বর্ষপূর্তির
ঘ্রাণ চুমুর স্মৃতি
তোমার
সাথে মালা বদলালো এক বিড়াল মোচড়
এক্কা
দোক্কা খেলতে খেলতে জলে ডুবলো আদুরে নাভি
দুই/এক
গুণতে গুণতে তখনও মোচড় ভাঙছে পুরনো অলসতা…
জল
ভেঙে এলো শরৎ। এসো হে মাছের কাঁটায় বর্ষপূর্তির ঘ্রাণ! প্রেমের ঢেকুর কি মিশবে নতুন
রন্ধনে?
…অতঃপর চুমুর স্মৃতিরাই ঘুম পাড়ালো দীর্ঘ
রাতে। কোলবালিশেরও থাকে চোখ নাক ঠোঁট। সেইসব ঠান্ডা রাতে জ্যান্ত হয়ে ওঠে বাপুরামের
বীণ…
ভাদুরে সন্ধ্যায়
প্রাপক প্রেরক
আদুবালা’র
অবসর দুপুরের বিশ্রাম
প্রজাপতিদের
চিঠি পড়তে পড়তে ঘুমালো ঘাসের দল। প্রকৃতির দঙ্গল মেঘের কোলে… এই ভাদুরে সন্ধ্যায় নদীর পাড় একা সমর্পিত
হলো দু’হাতে কাশফুলের… একচোট বৃষ্টিতে
সূর্য জন্মালে আদুবালা’র অবসর খোলে দুপুরের বিশ্রাম… উদ্বায়ী ঘাসের দল শালিকের ডানায়
মশারীর
সংসারে কি ধু-ধু পাখিরা!
কী থাকে মৃত সময়ে
স্মৃতির মোচড় ছাড়া?
আবার উড়াল মোড়
আজ
বৃহস্পতিবার
দুধ’চা হরতাল ডেকেছে উড়াল মোড়ে মোড়ে…
নিশ্চয়ই রৌনা
দিয়েছে চৈত্রের বিকেল ধর্মতলার রাস্তায়… ধান বোনা শুরু হলে হাঁটতে শেখে ভাতের মোচড়।
এখনও কি হাঁটছো দিগন্তে? যেখানে সাহসী দোকানীরা খোলে দুধ-চায়ের
ঝোপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন