সোমবার, ২ অক্টোবর, ২০১৭

জয়া ঘটক

রূপকথা


মধ্যরাত... এক গলা কালো জল
অন্ধকারে হাওয়ার চিৎকার...
ঠান্ডা হাওয়া আর কিছু স্মৃতি।
স্বপ্ন কি সে? আর কোনো রহস্য
বাকি নেই জীবনের... তবুও এই
রহস্যহীন জীবনে কপাল চায়
মুগ্ধতার স্পর্শের আশ্রয়...

কুয়াশায় ভিজে যায় রূপকথারা
ইথারে ছড়িয়ে পড়ে স্মৃতির শব্দরা...


ছবি


আত্মঘাতী সময়ের প্রেক্ষাপটে
      হারিয়ে যায় কিছু রোমহর্ষক
                     অচেনা কথার ছবি।
                         কেউ কেন খবর রাখে না
                                                   তাদের?


এই সময়


ঘুমন্ত পৃথিবী বারবার রক্তাক্ত হচ্ছে
কোথাও ধর্মের নামে! কোথাও বা
জাতির নামে। শবাগারে জমছে
মৃত কত প্রাণ! কান্না চেপে বসে বুকে।

কে জ্বালাবে বাতি?
কেই বা চেনাবে আমাদের
আগামীদের বন্দর!


নৈঃশব্দ্য


জীবন চোখের পলক ফেলতে
ফেলতেই পাশ কাটিয়ে চলে গেলো

আমি শুধু দেখতেই থাকলাম...

কখনও ভেবেছি তার গভীরে ডুব
দেবো ! কখনও... চোখে চোখ রাখবো

দরজায় কড়া নাড়ার শব্দ না পেয়ে
ভেবেই যাই... হয়তো দেখা হবে স্বপ্নে!

রক্তের মধ্যে শুধু নৈ:শব্দ্যের পদধ্বনি শুনেই যাই...


নীরবতা


সবাই নীরবতা ভালোবাসে?

আমিও নীরব তুমিও নীরব
মাসুল গুনবে এসময়... স্বপ্ন
দেখি না স্বপ্নভঙ্গের ভয়ে...

যদি চাও তবে যাব চলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন